আপনার আধার কার্ডে একের বেশি মোবাইল সিম তুলেছেন ! কী হতে পারে জানেন ? 

Estimated read time 1 min read
Listen to this article


 

Sim Card: আপনার সঙ্গেও হতে পারে এই সমস্যা। এক আধার কার্ডে (Aadhaar Card) অনেক সিম কার্ড (Sim Card) তুললে সরকারের নজরে পড়বেন আপনি। জানেন, একটি আধার কার্ডে কতগুলি সিম তুলতে পারেন আপনি। কীভাবে দেখবেন, আপনার নামে কতগুলি সিম কার্ড তোলা হয়েছে ?

এই কারণে আইনি ঝামেলায় পড়তে পারেন আপনি
আধার কার্ড আজকের যুগে কেবল আপনার পরিচয়পত্র নয়। মোবাইলের সিম কার্ড কেনার জন্যও এটি প্রয়োজনীয় তথ্য়। তবে আধার কার্ড দিয়ে সিম কেনার একটি সীমা নির্ধারণ করেছে সরকার। এই নির্ধারিত সীমার বেশি সিম কার্ড কিনলে আইনি ঝামেলায় পড়তে পারেন আপনি।

একটি আধার কার্ডে কতগুলি সিম কার্ড কেনা যায়?
ভারত সরকারের নির্দেশিকা অনুসারে, একটি আধার কার্ডে সর্বাধিক 9টি সিম কার্ড কেনা যায়। মেশিন টু মেশিন (M2M) পরিষেবার জন্য এই সংখ্যা 18 ছাড়াতে পারে। M2M পরিষেবাগুলি বিশেষত ডিভাইসগুলিকে অ্য়াড করার জন্য করা হয়ে থাকে। এর মধ্যে স্মার্ট হোম ডিভাইস ও যানবাহনে ব্যবহৃত IoT সিস্টেমগুলি পড়ে।

বেশি সিম কার্ড কিনলে কী সমস্যা হতে পারে ?
আপনি যদি 9টির বেশি সিম কার্ড ক্রয় করেন বা সঠিক কারণ ছাড়াই ব্যবহার করেন, তাহলে আপনি এই সমস্যার সম্মুখীন হতে পারেন:

আপনার সিম কার্ড ব্লক করা হতে পারে: আপনার পরিচয়ের সুরক্ষিত রাখতে অতিরিক্ত সিম কার্ড ব্লক করা হতে পারে।

জালিয়াতির আশঙ্কা : একাধিক সিম কার্ডের অপব্যবহার সাইবার জালিয়াতি বা অন্যান্য অবৈধ কার্যকলাপ হওয়ার আশঙ্কা থাকে। এই কার্ডে দিয়ে অপরাধের কাজ হলে আপনাকে দায়ী করা হতে পারে।

আইনি ব্যবস্থা: যদি আপনার নামে রেজিস্টার্ড সিম কার্ডটি কোনও বেআইনি কার্যকলাপের জন্য ব্যবহার করা হয়, তাহলে আপনি আইনি ব্যবস্থার সম্মুখীন হতে পারেন।

গ্রাহক যাচাইকরণ: TRAI এবং টেলিযোগাযোগ বিভাগ সিম কার্ড ব্যবহারকারীদের বার বার যাচাই করে। যদি আপনার সিম কার্ডে সিমের সংখ্যা নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি হয়, তবে আপনি নোটিশ পেতে পারেন।

কীভাবে সিম কার্ড চেক করবেন ?
আপনার নামে কতগুলি সিম কার্ড রেজিস্টার্ড রয়েছে, সেই সম্পর্কে তথ্য পেতে সরকার TAFCOP (টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন) পোর্টাল চালু করেছে।

১ প্রথমে TAFCOP ওয়েবসাইটে যান।
২ আপনার মোবাইল নম্বর লিখুন।
৩ OTP যাচাইকরণের পরে, আপনার নামে রেজিস্টার্ড সব সিম কার্ডের তালিকা এখানে দেখা যাবে।
৪ আধার কার্ডে সীমিত সংখ্যক সিম কার্ড নেওয়ার নিয়ম আপনার নিরাপত্তার জন্য রাখা হয়েছে। ডিজিটাল সিস্টেমে স্বচ্ছতা বজায় রাখার জন্য এই নিয়ম করা হয়েছে। অতিরিক্ত সিম কার্ড ব্যবহার এড়িয়ে চলুন। সময়ে সময়ে আপনার সিম কার্ডের তালিকা দেখতে থাকুন।

Gas Cylinder Using Tips : শীতকালে দ্রুত শেষ হয় রান্নার গ্যাস, খরচ বাঁচান এইভাবে

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours