NOW READING:
Pahalgam Terror Attack | Watch: জিপলাইনে সেলফি, পর্যটকের মোবাইলে উঠল পহেলগাঁও কাণ্ডের সবচেয়ে হাড়হিম করা ভিডিয়ো!
April 28, 2025

Pahalgam Terror Attack | Watch: জিপলাইনে সেলফি, পর্যটকের মোবাইলে উঠল পহেলগাঁও কাণ্ডের সবচেয়ে হাড়হিম করা ভিডিয়ো!

Pahalgam Terror Attack | Watch: জিপলাইনে সেলফি, পর্যটকের মোবাইলে উঠল পহেলগাঁও কাণ্ডের সবচেয়ে হাড়হিম করা ভিডিয়ো!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  জিপলাইন থেকে সেলফিতেও ধরা পড়েছে সেই নৃশংস হত্যাকাণ্ড।  পহেলগাঁও কাণ্ডে সবচেয়ে হাড়হিম করা ভিডিয়ো এবার প্রকাশ্যে এল। যা দেখলে রীতিমতো শিউড়ে উঠতে হয়। নিজের অজান্তে ভয়ংকর নারকীয় ঘটনার ভিডিয়ো তুলে ফেলেছেন এক পর্যটক।

আরও পড়ুন:  Pahalgam Terror Attack: জলবোমার পর এবার ‘ডিজিটাল’ বোমা ছুড়ল ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান…

‘মিনি সুইজ়ারল্যান্ড’। চারিদিকে পাহাড়  ও সবুজ। । পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়  পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকাতেই জঙ্গি হামলা। গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন ২৬ পর্যটক। নয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, বৈসরনে জিপলাইন রাইডে চড়ছেন এক পর্যটক। গোটা জিপলাইনের রাইডেই তিনি সেলফি স্টিকে ক্যামেরা ধরে রেখেছেন। আর তাঁর অজান্তেই সেই ক্যামেরায় উঠে এসেছে জঙ্গিদের নারকীয় হত্যালীলা।

জিপলাইন চড়তে চড়তেই  সেলফি নিচ্ছিলেন ওই পর্যটক। নীচে তখন মুহুমুহু গুলির শব্দ! পর্যটক আতঙ্কে দৌড়দৌড়ি করছেন। এমনকী, অনেককে গুলি খেয়ে লুটিয়ে পড়তেও দেখা যাচ্ছে ভিডিয়োতে।

 

ওই পর্যটক জানান, আমরা তিনজন দম্পতি একসঙ্গে জিপলাইন করছিলাম। প্রথমে একটি পরিবার গেল, দ্বিতীয় পরিবারের গেল। তারপরে আমার ছেলে গেল, আমার বউ গেল। আমি যখন যাচ্ছিলাম, তখন গুলিবর্ষণ শুরু হয়ে গিয়েছে।  প্রথমে কিছু বুঝতেই পারিনি। তারপর জিপলাইন থেকে দেখলাম, নীচে কী চলছে! আমরা স্ত্রী নিচে দাঁড়িয়েছিল। ওর সামনে ধর্ম জিজ্ঞেস করে মেরে ফেলল। আমার স্ত্রী চিত্‍কার করছিল। আমি জিপলাইন থেকে ঝাঁপ দিয়ে স্ত্রী ও বাচ্চা নিয়ে পালাতে শুরু করলাম। একটা ছোট ঝোপের মধ্যে আমরা লুকিয়ে ছিলাম। তারপর গুলি বন্ধ হওয়ার পর বেরিয়ে মেন গেটের দিকে দৌড় লাগালাম। কিছুটা যাওয়ার পর সেনাবাহিনী আমাদের উদ্ধার করে।

আরও পড়ুন:  Pahalgam Attack: একের ঘায়েই ঘায়েল হতে পারে… ভারতের ৫ হাইটেক মিসাইলের ভয়ে থর থর কাঁপছে পাকিস্তান!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link