<p><strong>সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি:</strong> শ্যুটআউটে অভিযুক্ত, গোঁফ পাকাতে পাকাতে বলল, ‘তৃণমূল করি।’ শুরু রাজনৈতিক তরজা। রিষড়া বাগখালে শ্যুটআউটের ঘটনায় অভিযুক্ত রঞ্জন যাদবকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ।ধৃতকে আজ পাঠানো হয় শ্রীরামপুর আদালতে।</p>
<p><strong>আদালতে নিয়ে যাওয়ার পথে নির্বিকার দেখা যায় তাকে, গোঁফ পাকাতে পাকাতে বলে..</strong></p>
<p>উত্তরপাড়া থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে নির্বিকার দেখা যায় তাকে।গোঁফ পাকাতে পাকাতে রঞ্জন দাবি করে, সে তৃণমূল কর্মী। এক বছর আগে,শামসুদ্দিন তাঁর মাকে মারধর করেছিল। সেই রাগে সে গুলি করেছে।অভিযুক্তের বাবা এক সময় শামসুদ্দিনের গাড়ি চালাত। শামসুদ্দিনের ভাই মহঃ নসরত বলেন, ‘ওর মাথায় হাত আছে তৃণমূলের।এই ঘটনার ঠিক মত অনুসন্ধান হওয়া প্রয়োজন।'</p>
<p><strong>”তৃণমূল এইসব সমাজ বিরোধীদের প্রশ্রয় দেয়'</strong></p>
<p>ব্যবসায়ীর বন্ধু আফতাব আলম বলেন,’আগে বজরং দল করত অভিযুক্ত।গত বছর ডিসেম্বর মাসে মারামারি করে জেল খাটে।নিশ্চই কেউ ওর পিছনে আছে নাহলে আগ্নেয়াস্ত্র পেল কীভাবে !?’ বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক সম্পাদক ইন্দ্রনীল দত্ত বলেন,’তৃণমূল এইসব সমাজ বিরোধীদের প্রশ্রয় দেয় । আশ্রয় দেয়।ভোট লোড রিগিং করার জন্য এই ধরণের লোকেদের দরকার।'</p>
<p><strong>’আমরা খোঁজ নিয়ে জেনেছি অভিযুক্ত বজরং দলের সদস্য'</strong><br /> <br />শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃনমূল যুব সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন,’এইসব কথা যারা হেরে যায়, তারা বলে।আমাদের এখানে কিছুদিন আগে নির্বাচন হয়েছে এই অভিযোগ কেউ করতে পারেনি।অভিযুক্ত তৃণমূল করে বলে যে দাবি করেছে সেটা সর্বৈব মিথ্যা।এই ধরনের সমাজ বিরোধীদের সাথে তৃণমূলের কোনও যোগ নেই।আমরা খোঁজ নিয়ে জেনেছি অভিযুক্ত বজরং দলের সদস্য।যে বজরং দল করে সেবার তৃণমূল করতে পারে নাকি?এসব বিজেপির সাজানো গল্প।'</p>
<p><strong>অস্ত্রোপচার করে গুলি বের করা হলেও এখনও সংকট কাটেনি ব্যবসায়ীর</strong></p>
<p>গতকাল সকালে বাগখালে এক ব্যাক্তির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন পরিবহণ ব্যবসায়ী শামসুদ্দিন আনসারি।হঠাৎ তার মাথায় গুলি করে রঞ্জন যাদব।আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে কলকাতার মল্লিক বাজারে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।অস্ত্রোপচার করে গুলি বের করা হলেও এখনও সংকট কাটেনি ব্যবসায়ীর। </p>
<p>আরও পড়ুন,<a title=" কর্মীদের হাজিরা নিয়ে এবার কড়া পদক্ষেপ অর্থ দফতরের, নির্দেশিকায় কীকী উল্লেখ ?" href="https://bengali.abplive.com/district/west-bengal-finance-department-has-taken-strict-action-on-employees-attendance-1105273" target="_self"> কর্মীদের হাজিরা নিয়ে এবার কড়া পদক্ষেপ অর্থ দফতরের, নির্দেশিকায় কীকী উল্লেখ ?</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1731580464405000&usg=AOvVaw1wh3kytkiCFSUuLcpRnWHW">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<div class="yj6qo"> </div>
<div class="adL"> </div>
Source link
শ্যুটআউটে অভিযুক্ত, গোঁফ পাকাতে পাকাতে বলল, ‘তৃণমূল করি’ !
Read Time:5 Minute, 19 Second