NOW READING:
প্রেমিককে চাপ দিচ্ছিল কোন্নগরের তরুণী, আবাসনের ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হল তাঁরই !
November 20, 2024

প্রেমিককে চাপ দিচ্ছিল কোন্নগরের তরুণী, আবাসনের ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হল তাঁরই !

প্রেমিককে চাপ দিচ্ছিল কোন্নগরের তরুণী, আবাসনের ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হল তাঁরই !
Listen to this article


সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: এখনই বিয়ে করতে হবে প্রেমিককে চাপ দিচ্ছিল কোন্নগরের তরুণী। আবাসনের ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হল তাঁরই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোন্নগরের ইন্দিরা গান্ধী রোডে অবস্থিত একটি আবাসনে। চারতলার ছাদ থেকে পড়ে গিয়ে কীভাবে মৃত্যু হল তরুণীর ? দুর্ঘটনা নাকি আত্মহত্যা ? খতিয়ে দেখছে পুলিশ। 

দুপুরে স্নানের পর পাখি নিয়ে আবাসনের ছাদে বসেছিলেন বছর ১৮ -র দীপাঞ্জনা 

জানা গিয়েছে, দুপুরে স্নান করার পর পাখি নিয়ে আবাসনের ছাদের পাঁচিলে বসে ছিলেন বছর ১৮ -র দীপাঞ্জনা গোস্বামী। হঠাৎ কোনওভাবে চার তলা ছাদ থেকে নিচের রাস্তায় পড়ে যেতে দেখেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে, স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে তার মৃতদেহ উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

‘ছেলেটা খুব ভাল’

তরুণীর বাবা সুজন গোস্বামী জানায় , প্রতিদিনের মতোই আজকেও দুপুরে স্নান করার পর ছাদে গিয়ে ছাদের পাঁচিলে বসেছিল দীপাঞ্জনা। সেই সময় তাঁর সঙ্গে কথাও হয়েছিল। সেসময় পাঁচিলে বসতে বারণ করা হয়েছিল।তাঁকে নিচে যেতে বলা হলে সে জানায়েছিল, কিছুক্ষণের মধ্যেই সে নিচে নেমে ফ্ল্যাটে যাচ্ছে।এরপরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। কোনওভাবে সে উপর থেকে ফ্ল্যাটের সামনের রাস্তায় পড়ে যায় ! এটা দূর্ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে হয়।তরুণীর মা জানান,’একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল মেয়ের।মেয়ে এখনই বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল তাঁকে।ছেলেটি বলেছিল দুই বছর সময় দাও।আজ ছাদে ফোনে ওর সঙ্গে কিছু কথাবার্তা হয়।তারপরই এই ঘটনা।ছেলেটা খুব ভাল। ওর কোনও দোষ নেই।’

আরও পড়ুন, বেতন হয়নি ২ মাস ! চলছে না সংসার, কান্নায় ভেঙে পড়লেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মী

সম্প্রতি আরও একটি ভয়াবহ ঘটনার মুখোমুখী হয়েছিল রাজ্যের আরও এক জেলা। সম্প্রতি নাবালিকা প্রেমিকাকে ফুঁসলিয়ে হাওড়ার ডোমজুড় থেকে বাঁকুড়ায় নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠেছিল প্রেমিক ও তাঁর বাবার বিরুদ্ধে। এই ঘটনায়  স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল বাঁকুড়ার ছাতনা থানার তেঘরি গ্রাম পঞ্চায়েতের ধগড়া  গ্রামে। নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ পেতেই অভিযুক্ত প্রেমিক ও তার বাবাকে আটক করেছিল ছাতনা থানার পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link