আমার বাড়িতে কোনদিনও কার্তিক ঠাকুর পড়েনি ! জানালেন হুগলির সাংসদ রচনা
<p><strong>সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি:</strong> আজ বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনে মাতলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আর অনুষ্ঠান সেরে বের হবার পথেই সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে হুগলির সাংসদ। সেখানে কার্তিক পুজো থেকে ট্যাব কেলেঙ্কারি কিছুই গেল না বাদ।</p>
<p><strong>’ আমার বাড়িতে কোনদিনও কার্তিক ঠাকুর পড়েনি ‘ </strong></p>
<p>আপনার বাড়িতে কি কার্তিক পুজো হয় ? ‘আমার বাড়িতে কার্তিক আছে। কিন্তু সে কার্তিক পুজো করার মতো নয়।‌ সে নিজের পুজো নিজেই ব্যবস্থা করে নেবে।’ সাংবাদিকের প্রশ্নে এমনই খোলামেলা উত্তর দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবং আরও জানালেন আমার বাড়িতে কোনদিনও কার্তিক ঠাকুর পড়েনি। ‘ </p>
<p><strong>আজ বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন</strong></p>
<p>এইদিন বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে পোলবা দাদপুর ব্লকের কৃষিখামার প্রাঙ্গনে উপস্থিত হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্যাব কেলেঙ্কারি নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরণের ঘটনা কেন ঘটছে , কেন ছাত্রদের টাকা ঢোকেনি , সেটা দেখতে হবে। এবং তার বিহিত করতে হবে। টাকা যে অন্য অ্যাক্যাউন্টে গেছে সেটা নিশ্চয়ই ভুলবশত কিছু হয়েছে। জেনে বুঝে নিশ্চয় হয়নি। </p>
<p><strong>ট্যাব কেলেঙ্কারি নিয়ে কী বললেন রচনা ?</strong></p>
<p>ট্যাব কেলেঙ্কারি নিয়ে বিরোধীরা শাসক দলকে কটাক্ষ করছে সে বিষয়ে সাংসদ বলেন,’ ওনারা তো বলতেই থাকবে কারণ, লোগ তো কুছ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কহেনা। তবে ট্যাব নিয়ে যা হচ্ছে তার সমস্ত তথ্য সামনে আসবে। যারা দোষী হবে তা যেমন সামনে আসবে ,সত্য বা মিথ্যা যা আছে তাও সামনে আসবে ,কখনও কিছু লুকনো থাকে না।'</p>
<p>আরও পড়ুন, <a title="ঠান্ডায় জবুথবু পরিস্থিতি কবে থেকে বাংলায় ? কী জানাল আবহাওয়া দফতর" href="https://bengali.abplive.com/photo-gallery/district/west-bengal-weather-update-on-16-november-winter-forecast-temperature-will-decrease-fog-in-kolkata-south-bengal-north-bengal-from-tomorrow-1105637" target="_self">ঠান্ডায় জবুথবু পরিস্থিতি কবে থেকে বাংলায় ? কী জানাল আবহাওয়া দফতর</a></p>
<p>আজ বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী। বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ধুমধাম করে অনুষ্ঠান য় পোলবা দাদপুর ব্লকের কৃষি খামার প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত হন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন আদিবাসী মহিলাদের সঙ্গে হাতে হাত ধরে, বাজনার তালে নৃত্যে মেতে ওঠেন হুগলির সাংসদ।এইদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ মিতালী বাগ, বিধায়ক অসীমা পাত্র, জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, গ্ৰমীন পুলিশ সুপার কামনাষিস সেন সহ জেলার অন্যান্য আধিকারিকরা। </p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1731758393541000&usg=AOvVaw1pRWNYDxdbmCCwO2lVXyt3">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
Source link