সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: সম্প্রতি মুরগির খামার থেকে দূষণের অভিযোগ উঠেছিল হুগলির পান্ডুয়ায়। পান্ডুয়ার সিমলাগর ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পোটবা গ্রামে এই অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের আকারও নিয়েছিল। এবং সেই সংঘর্ষে আহত হয়েছিলেন কয়েকজন। তাঁদের মধ্যে একজন কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর নাম আজিজুল মল্লিক(৪০)। কিন্তু হাসপাতালে ভর্তি হয়েও শেষ রক্ষা হয়নি। আজ সকাল এগারোটা নাগাদ মৃত্যু হয় তাঁর। সেই খবর আসতেই নতুন করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় ওই গ্রামে।
বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ
পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, তিনটি বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ! দুটি ধানের গোলা, খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেতেই অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় ওই গ্রামে। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
হিংসার আগুন কম দেখেনি এরাজ্য
হিংসার আগুন কম দেখেনি এরাজ্য। চলতি বছরের শুরুতেই উত্তপ্ত হয়েছিল সন্দেশখালির বেড়মজুর। জ্বলেছিল হিংসার আগুন। তৃণমূলের নব নিযুক্ত অঞ্চল আহ্বায়ক হলধর আড়ির বাড়ি লাগোয়া খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। ভোটের আগে বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।
বিজেপির বুথ সভাপতির বাড়ির খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ
গোবিন্দপুর গ্রামে বিজেপির বুথ সভাপতি পরিতোষ মণ্ডলের বাড়ির খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ উঠেছিল। বিজেপি নেতার দাবি, ওই এলাকায় বিজেপির প্রভাব ছিল। সেটা আটকাতেই ভোটের আগে তৃণমূল এই কাজ করেছিল। প্রায় ৩ বিঘা জমির খড় পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছিল তৃণমূল। রাতে গোবিন্দপুর গ্রামে বিজেপির বুথ সভাপতি পরিতোষ মণ্ডলের বাড়ির খড়ের গাদায় আগুন লাগানো হয়েছিল বলে অভিযোগ । বিজেপি নেতার দাবি তুলেছিলেন, ওই এলাকায় বিজেপির প্রভাব রয়েছে। সেটা আটকাতেই ভোটের আগে তৃণমূল এই কাজ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছিল তৃণমূল ।
আরও পড়ুন, নন্দীগ্রামে TMC-র বুথ সভাপতির ভাই ‘খুনে’ গ্রেফতার ৩ BJP কর্মী ! শুভেন্দুর মুখে কেন ‘ধনঞ্জয়ের’ নাম ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন