হুগলি: আজ বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী। বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ধুমধাম করে অনুষ্ঠান য় পোলবা দাদপুর ব্লকের কৃষি খামার প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত হন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন আদিবাসী মহিলাদের সঙ্গে হাতে হাত ধরে, বাজনার তালে নৃত্যে মেতে ওঠেন হুগলির সাংসদ।এইদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ মিতালী বাগ, বিধায়ক অসীমা পাত্র, জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, গ্ৰমীন পুলিশ সুপার কামনাষিস সেন সহ জেলার অন্যান্য আধিকারিকরা।
বিরসা মুণ্ডার জন্মদিনে আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে মাতলেন রচনা
মুখ্যমন্ত্রীর লাইভ স্ট্রিমিংয়ের পর পোলবা দাদপুর ব্লকের কৃষি খামার প্রাঙ্গনে আদিবাসী অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান চলাকালীন স্টেজ থেকে নেমে আসেন হুগলী ও আরামবাগ লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও মিতালী বাগ ও বিধায়ক অসীমা পাত্র। এরপর দুই সাংসদ ও বিধায়ক মিলে আদিবাসী মহিলাদের সাথে হাতে হাত মিলিয়ে আদিবাসী বাজনার তালে নৃত্য করেন বিধায়ক ও সাংসদরা।
কিছুদিন আগেই এই জেলায় জগদ্ধাত্রী পুজোয় এসে আশীর্বাদ চেয়েছিলেন রচনা
সম্প্রতি জগদ্ধাত্রী পুজোয় হুগলির পান্ডুয়াতে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে।জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হয়ে ছেলে যাতে পরীক্ষায় পাশ করে তার আশীর্বাদ চেয়েছিলেন রচনা। রচনার ছেলে প্রনীল বসু আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবে। পাশাপাশি তিনি সেবার বলেছিলেন, ‘যে মানুষগুলো আমার উপর আস্থা রাখে, যারা আমাকে ভোট দিয়ে আমার উপর ভরসা রেখে জিতিয়েছে, সেই মানুষগুলোর পাশে থাকা আমার দায়িত্ব ও কর্তব্য। তাই পান্ডুয়াতে আমি উপস্থিত হয়েছি।’ ‘ছেলে যেনও পাশ করে যায়’, জগদ্ধাত্রী ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
এই কেন্দ্র থেকে ভোট যুদ্ধে দাঁড়িয়েছিলেন টলিপাড়ার তারই দীর্ঘদিনের সহকর্মী লকেট
প্রসঙ্গত, এই কেন্দ্র থেকে ভোট যুদ্ধে দাঁড়িয়েছিলেন তাঁর বিপরীতে, টলিপাড়ার তারই দীর্ঘদিনের সহকর্মী লকেট চট্টোপাধ্যায়। বলাইবাহুল্য তাই কথাও উঠেছিল অনেক। কে জিতবে, কী প্রতিক্রিয়া ইত্যাদি ইত্যাদি। তবে ভোটের আগে প্রচারে নেমে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন রচনা। তার মধ্যে অবশ্যই ধোঁয়া দেখে, শিল্পায়নের প্রসঙ্গ। ঘুঘনি খাওয়া-সহ একাধিক প্রসঙ্গ।
আরও পড়ুন, ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন