# Tags
#Blog

গুড়াপে শিশুকন্যার উপর পাশবিক অত্যাচারের পর খুন ! দোষী প্রতিবেশীকে প্রাণদণ্ড ঘোষণা আদালতের

গুড়াপে শিশুকন্যার উপর পাশবিক অত্যাচারের পর খুন ! দোষী প্রতিবেশীকে প্রাণদণ্ড ঘোষণা আদালতের
Listen to this article


সোমনাথ মিত্র, গুড়াপ (হুগলি) : হুগলির গুড়াপে শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী প্রতিবেশীর মৃত্যুদণ্ড । শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ৫৫ দিনের মাথায় সাজা ঘোষণা করা হল। চুঁচুড়ার পকসো আদালতে দোষী অশোক সিংহকে ফাঁসির সাজা শোনানো হল এদিন। ২৪ নভেম্বর হুগলির গুড়াপে শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল।

কী ঘটনা ?

গত ২৪ নভেম্বর গুড়াপের এই শিশুকে চকোলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে। সেই সময় তার বাবা বাড়িতে গিয়েছিলেন। বাজার থেকে এসে যখন বাড়িতে মেয়েকে পাচ্ছিলেন না, তখন প্রতিবেশীর বাড়ি থেকে রক্তাক্ত এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলে যায় পুলিশ। তাকে সেখান থেকে উদ্ধার করে ধনেখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পরেই পুলিশ তদন্তে নামে। পকসো ভারতীয় ন্যায় সিংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়। অভিযুক্ত প্রতিবেশীকে আটক করা হয়। এরপর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনার দ্রুত নিষ্পত্তির জন্য হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপির নেতৃত্বে বিশেষ টিম গঠন করা হয়। ২৬ নভেম্বর ঘটনাস্থলে আসেন রাজ্য ফরেনসিক ল্যাবরেটরি বিশেষজ্ঞরা এবং সমস্ত তথ্যপ্রমাণ জোগাড় করেন। এই ঘটনার ১৩ দিনের মাথায় চার্জশিট জমা দেয় পুলিশ। এই মামলায় ২৭ জন সাক্ষী সাক্ষ্য দান করেন। গত ১৫ জানুয়ারি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এরপর আজ তার সাজা ঘোষণা করা হল।

ঘটনার পর এদিকে গুড়াপে নিহত শিশুকন্যার বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি জেলা সভাপতি। হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়দের একাংশ। বিজেপি নেতা দাবি করেন, বিক্ষোভকারীরা তৃণমূলের। গুড়াপে ৫ বছরের শিশুকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। নিহত শিশুর বাড়িতে যান ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। তিনি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নিহত শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপি জেলা সভাপতি। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। ধস্তাধস্তি হয়, বিক্ষোভকারীদের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডায় জড়ান বিজেপি জেলা সভাপতি।  

এর আগে গত ডিসেম্বর মাসেই নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা ঘোষণা (Death Sentence) করা হয়। মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে একজনের মৃত্যুদণ্ড এবং শিশুকন্যাকে ধর্ষণ-খুন দোষী সাব্যস্ত আরেকজনের যাবজ্জীবন ঘোষণা করা হয়। ধর্ষণ-খুনের ৬০দিনের মধ্যে সাজা ঘোষণা করে আদালত।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal