NOW READING:
স্কুলের সহপাঠীকে হঠাৎ ঘুষি, ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত হুগলির চাঁপদানি
February 19, 2025

স্কুলের সহপাঠীকে হঠাৎ ঘুষি, ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত হুগলির চাঁপদানি

স্কুলের সহপাঠীকে হঠাৎ ঘুষি, ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত হুগলির চাঁপদানি
Listen to this article


সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, হুগলি: স্কুলের মধ্যে মারামারি, সহপাঠীর ঘুষিতে ছাত্রের মৃত্যু? দশম শ্রেণির ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত হুগলির চাঁপদানি। অভিযোগ, বুকে ঘুষিতেই মৃত্যু হয়েছে ছাত্রের। 

ক্লাসরুম হোক কিংবা খেলার মাঠ সহপাঠীদের সঙ্গে খুনসুটি-লাফালাফি-ঝাঁপাঝাঁপি এটাই স্বাভাবিক ছবি। কিন্তু, সেই ইয়ার্কিই বদলে গেল মৃত্যু ফাঁদে। হুগলির একটি স্কুলে ইয়ার্কির ছলে সহপাঠীর বুকে সজোর ঘুষি। আর তাতেই মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রের। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত ঘোষণা করা হয়। স্কুলেই মারামারিতে ছাত্রের মৃত্যুতে প্রধান শিক্ষকের দাবি , ‘মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলাম, ফিরে শুনলাম।’ পরিবার সূত্রে খবর, কয়েক মাস আগে মাঠে দৌড়োতে গিয়ে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল নিহত ছাত্রের দিদির। ঘটনাচক্রে, সেও ছিল এই স্কুলেরই প্রাক্তনী। ৮ মাসের ব্যবধানে ফের সন্তান শোকে অকুল পাথারে পরিবার। ছাত্রের মৃত্যুতে দোষীর শাস্তি চেয়ে দাবি স্থানীয় কাউন্সিলরের। 

আরও পড়ুন: Murshidabad News: সরকারি হাসপাতালে গুন্ডামির অভিযোগ, পুলিশ পিটিয়ে ধৃত ওসি

আরও দেখুন



Source link