সৌরভ বন্দ্যোপাধ্যায় , হুগলি: বছরটা ছিল নির্বাচনের বছর। বাইকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার ভয়াবহ অভিযোগ উঠেছিল হুগলিতে। এখানেই শেষ নয়,বাধা দিলে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। আর এরপরেরটা অংশ আরও নৃশংস। ‘মারা গিয়েছে’ ভেবে হাইড্রেনে ফেলে চলে গিয়েছিল অভিযুক্ত। দুদিন পর স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয়েছিল ওই নাবালিকাকে। ২০২১ সালের এই ঘটনায় দোষী সাব্যস্তকে আজ যাবজ্জীবন সাজা শোনাল চন্দননগর আদালত।
মামলার স্পেশাল পিপি অন্নপূর্ণা চক্রবর্তী জানিয়েছেন, ২০২১ সালের ১৫ জুন মোবাইল রিচার্জ করতে বেরিয়েছিল বছর পনেরোর নাবালিকা। তার পূর্ব পরিচিত এক ব্যক্তি তাঁকে বাইকে তুলে নিয়ে যায়। বিবাহিত ওই ব্যাক্তি নাবালিকাকে উত্যক্ত করত। তাঁর সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিত। নাবালিকা তাতে রাজি হয়নি। তাই জোর করে তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ।
চন্দননগরের বিলকুলি এলাকার নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেছিল বলে অভিযোগ।বাধা দিলে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করা হয়েছিল।নাবালিকা অচৈতন্য হয়ে পড়লে অভিযুক্ত মনে করেছিল, সে মারা গিয়েছে। এরপর তাকে একটি নর্দমা ফেলে রেখে পালিয়ে গিয়েছিল সে।সেখানেই পড়ে ছিল নাবালিকা। ৪৮ ঘন্টা পর স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল।
পরে ভদ্রেশ্বর থানায় অভিযোগ হলে অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা,খুনের চেষ্টা,অপহরণের মত ধারায় মামলা রুজু হয়েছিল।চন্দননগর আদালতে অ্যাডিশনাল ডিসট্রিক্ট সেশন জাজ মানবেন্দ্র সরকার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন।আজ তার রায় ঘোষণা হয়।অভিযুক্তের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুন, বাংলাদেশি জঙ্গিদের টার্গেটে শিলিগুড়ির চিকেন নেক ! যোগ্য জবাব দেবে ভারত ?
সম্প্রতি জয়নগরের পর এবার ফরাক্কা, নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা ঘোষণা করা হয় (Death Sentence)। মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে একজনের মৃত্যুদণ্ড এবং শিশুকন্যাকে ধর্ষণ-খুন দোষী সাব্যস্ত আরেকজনের যাবজ্জীবন ঘোষণা আদালতের। কোথাও জামিন, কোথাও সাজা। আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় যেদিন জামিন পেলেন মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ঠিক সেদিনই ধর্ষণ-খুনের ৬০ দিনের মধ্যে ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে সাজা ঘোষণা হল ২ জনের। দিনবন্ধু হালদারকে মৃত্যুদণ্ড এবং শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল জঙ্গিপুর আদালত ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন