সোমনাথ মিত্র, হুগলি: ছত্তিশগড়ে পড়তে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল হুগলির মেধাবী ছাত্রের! ‘জলে নামতে বারণ করেছিলাম, ছেলে কেন জলে নামল ?’ চোখের জলে আর্তি শোকর্ত মায়ের। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে মৃত যুবকের নাম কৌস্তভ সাধু(২৩)। ঘটনায় শোকস্তব্ধ গুড়াপের সাধু পরিবার ও পরিজন।
সেপ্টেম্বরে বাড়ি ফেরার কথা ছিল , ছত্তিশগড়ে পড়তে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হুগলির মেধাবী ছাত্রের
হুগলির গুরাপ থানার খাজুরদহ মিলকি গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে বাড়ি কৌস্তভ সাধুর । ছত্তিশগড়ের বিলাসপুর গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স নিয়ে স্নাতকোত্তর করছিলেন। মগড়ার শ্রী গোপাল ব্যানার্জি কলেজ থেকে বিএসসি পাশ করেছিল কৌস্তভ।ছত্তিশগড়ে ২০২২ সালের ডিসেম্বরে ভর্তি হয়েছিল মেধাবি যুবক। ফাইনাল পরীক্ষা শেষে সেপ্টেম্বর মাসে বাড়ি ফেরার কথা ছিল তার। তার আগে এই মর্মান্তিক ঘটনা। গতকাল ছত্তিশগড় থেকে যুবকের বন্ধুরা প্রথম ফোন করে পরিবারকে খবর দেয় বলে জানা গিয়েছে।
‘আমি বারণ করেছিলাম,ছেলে শুনলো না’
ছাত্রের মা সোমা সাধু জানান,গতকাল সকাল দশটায় এক বন্ধুর জন্মদিনে স্থানীয় এক বাঁধে গিয়েছিল।আগের রাতে ফোন করে বলেছিল ওখানে যাওয়ার কথা বলেছিল।আমি বারণ করেছিলাম।সাঁতার জানিস না বাবু জলের কাছে যাবি না।ছেলে শুনলো না’,বিলাপ করতে করতে বলেন,মা।কৌস্তভের বাবা কাশিনাথ সাধু বলেন,বন্ধুদের সঙ্গে গিয়েছিল।ঠিক কী হয়েছিল জানি না। গুড়াপ থানা থেকে বিকালে খবর দেয় ছেলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
ঠিক কী হয়েছিল ?
ছাত্রের আত্মীয় পিন্টু সাধু বলেন, একটা মেধাবী ছাত্রের ফুল ফোটার আগেই শেষ হয়ে গেল। ওখান থেকে বলা হয়েছে ড্যামে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। এখন এর ময়নাতদন্ত না হলে তো বলা যাবে না , কীভাবে এর মৃত্যু হয়েছে। আমরা একটা ধোঁয়াশার মধ্যে আছি, যে অতোগুলো ছেলের মাঝে কীভাবে একটা ছেলে পড়ে মারা গেল। এর প্রকৃত তদন্ত হওয়া উচিত। স্থানীয় সূত্র মারফত গুরাপ থানার কাছে যুবকের মৃত্যুর খবর এসেছে বলে জানিয়েছে গুরাপ থানার পুলিশ। যুবকের মৃত্যু নিয়ে যে কোনও প্রয়োজনে পরিবার থানার দ্বারস্থ হলে , সবরকম সহায়তা করা হবে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন, ‘ভারতীয় দূতাবাস থেকে মেলেনি সহযোগিতা..’, আতঙ্ক নিয়ে বাংলাদেশ থেকে ফিরলেন উলুবেড়িয়ার শুভদীপ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন