# Tags
#Blog

সিঙ্গুর লোকাল বাতিলের অভিযোগে কাল আন্দোলনে মন্ত্রী, তারকেশ্বর লাইনে ব্যাহত হতে পারে রেল পরিষেবা

সিঙ্গুর লোকাল বাতিলের অভিযোগে কাল আন্দোলনে মন্ত্রী, তারকেশ্বর লাইনে ব্যাহত হতে পারে রেল পরিষেবা
Listen to this article



<p><strong>সোমনাথ মিত্র, সিঙ্গুর :</strong> রেলের হাওড়া-সিঙ্গুর লোকাল ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। ১ জানুয়ারি থেকে এই লোকালের যাত্রাপথ সম্প্রসারণ করার প্রতিবাদে আজ সিঙ্গুর স্টেশনে অবস্থান- বিক্ষোভে সামিল হলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না। মন্ত্রী জানান, রেলের ইতিহাস থেকে আমরা কখনোই সিঙ্গুর আন্দোলন লোকালকে মুছে দিতে পারি না। তাই আগামীকাল সকালে যে ট্রেনটি সিঙ্গুর লোকাল হিসেবে আসত, সেই ট্রেনটিকে আটকে দেওয়া হবে । যতক্ষণ না রেল তার সিদ্ধান্ত পরিবর্তন করবে, ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চলবে।</p>
<p>যদিও মন্ত্রীর দাবিকে কটাক্ষ করে বিজেপির বক্তব্য, এই ট্রেন যদি সম্প্রসারণ করা হয় তাহলে সিঙ্গুরবাসীর কোনও অসুবিধা হওয়ার কথা নয়।</p>
<p>এই প্রসঙ্গে পূর্ব রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন , জনগণের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ যদি ব্যক্তিগত স্বার্থে কিছু করে থাকেন তার দায়িত্ব রেলের নয়।</p>
<p>সিঙ্গুর আন্দোলনের স্মৃতিকে সামনে রেখে ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া -সিঙ্গুর ২টি লোকাল ট্রেন চালু করেছিলেন। সিঙ্গুর আন্দোলন লোকাল নামে। পাশাপাশি কৃষকদের সম্মান জানাতে সিঙ্গুর স্টেশনে কৃষিকাজ সংক্রান্ত ছবি খোদাই করা হয়েছিল। কৃষকদের পণ্য সংরক্ষণের লক্ষ্যে সিঙ্গুর স্টেশন সংলগ্ন এলাকায় কিষাণ ভিষাণ প্রকল্প নামে একটি পেরিশেবল কার্গো সেন্টার বানিয়েছিলেন। যদিও তা চালু না হওয়ায় বিল্ডিংটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। কিন্তু, ২টি লোকাল এখনও চালু আছে। একটি সকাল ৬:৩০ মিনিটে সিঙ্গুর স্টেশনে পৌঁছায় এবং ৮.১২ মিনিটে সিঙ্গুর থেকে ছেড়ে যায়। অপর ট্রেনটি রাত ৮.১৫ মিনিটে সিঙ্গুরে ঢোকে এবং ৯ টায় সিঙ্গুর থেকে ছেড়ে যায়।</p>
<p>সম্প্রতি রেল একটি বিজ্ঞপ্তি জারি করে হাওড়া-সিঙ্গুর লোকাল দু’টির যাত্রাপথ সম্প্রসারণ করেছে। একটি ট্রেনকে তারকেশ্বর অবধি ও আর একটি ট্রেনকে হরিপাল অবধি সম্প্রসারণ করা হয়েছে। আগামীকাল ১ জানুয়ারি থেকে সেই নির্দেশ কার্যকর হওয়ার কথা। কিন্তু সিঙ্গুর আন্দোলনের স্মৃতিকে সামনে রেখে চালু হওয়া এই দু’টি ট্রেন বাতিল করা যাবে না। সেই দাবিকে সামনে রেখে আজ সকালে সিঙ্গুর স্টেশনে অবস্থান বিক্ষোভে সামিল হন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না সহ সিঙ্গুরের মানুষজন।</p>
<p>মন্ত্রীর বক্তব্য, ‘এই ট্রেন খুবই জনপ্রিয়। সিঙ্গুরের ৫২ টি গ্ৰামের মানুষ এই ট্রেনে যাতায়াত করেন। আমরা প্রতিবাদে সামিল হয়ে রেলকে আবেদন করব রেল তার সিদ্ধান্ত পরিবর্তন করে পুনরায় সিঙ্গুর আন্দোলন লোকালকে বহাল রাখুক। আগামীকাল সকাল ৬ টায় সিঙ্গুর স্টেশনে জমায়েত হব এবং সেই ট্রেন সিঙ্গুর থেকে হাওড়ায় যাবে, অন্য কোথাও যাবে না ।'</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal