Zee Real Heroes Awards 2024 | Kumar Sanu: ‘জীবনকৃতি’ সম্মানে সম্মানিত হলেন গায়ক কুমার শানু…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক কুমার শানু। ‘জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ডস’ ২০২৪-এ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। মঙ্গলবার ১৪ জানুয়ারি মুম্বাইয়ে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য তিনি অতন্ত্য জনপ্রিয়। কুমার শানু’র প্রতিটি রোম্যান্টিক প্লেলিস্ট বর্তমানে এখনও জনপ্রিয়। প্রতিটা জেনারেশন মনে রেখেছে তাঁর প্রতিটি গানই।
CM Devendra Fadnavis arrives at ‘Zee Real Heroes’ Program
मुख्यमंत्री देवेंद्र फडणवीस यांचे ‘झी रिअल हीरोज’ कार्यक्रमात आगमन
मुख्यमंत्री देवेंद्र फडणवीस इनका ‘झी रियल हीरोज’ कार्यक्रम में आगमन6.10pm | 14-1-2025Mumbai | संध्या. ६.१० वा. | १४-१-२०२५मुंबई.… pic.twitter.com/A6olgu3EbI
— CMO Maharashtra (@CMOMaharashtra) January 14, 2025
পাশাপাশি চাঁদের হাট বসেছিল এই অ্যাওয়ার্ডস শো’তে। লিলা দাস, পঙ্কজ ত্রিপাঠি, অজয় দেবগন, কার্তিক আরিয়ান এবং অনুপম খের। কুমার শানু বলিউডের ‘কিং অফ মেলোডি’ নামেও পরিচিত। ২০০৯ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তিনি। এমনকি দিনে সবচেয়ে বেশি গান রেকর্ড করার জন্য Guinness World Record-এ তাঁর নাম রয়েছে। “Ek Ladki Ko Dekha,” “Chura Ke Dil Mera,” “Tujhe Dekha Toh,” একের পর এক হিট গান। ৩০টির বেশি ভাষায় তিনি গান গেয়েছেন।
সঙ্গীত জগতে তাঁর অসাধারণ অবদান ভারতীয় সঙ্গিতের ভবিষ্যত গঠনে প্রভাব বিস্তার করেছে। তাঁর এই গানগুলিই ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার পেতে সাহায্য করেছে তাঁকে। ‘জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ডস’ ২০২৪-এ এই সম্মানটি ছিল সঙ্গীত শিল্পে তাঁর একটি অসাধারণ অবদান। যেহেতু কুমার শানু বলিউডে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে চলেছেন, তাই তাঁর ভক্তরা তাঁর ভবিষ্যত গানগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)