জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। অগ্নিগর্ভ বাংলাদেশে এখন আন্দোলনকারীদের নিশানায় আওয়ামী লিগের নেতাকর্মীদের কার্যালয়, এমনকী বাসভবনও! রেহাই পেলেন না সাংসদ মাশরাফী বিন মোর্তাজাও।
আরও পড়ুন: EXPLAINED | Bangladesh Political Crisis: অশান্তির আগুনে জ্বলন্ত বাংলাদেশ, পদ্মাপারে আদৌ হবে বিশ্বকাপ! সাফ জানিয়ে দিল ICC
একসময়ে বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। অবসর নেওয়ার পর, রাজনীতিতে যোগ দিয়েছেন মোর্তাজা। চলতি বছরের শুরুতেই সাধারণ নির্বাচন হয়েছে বাংলাদেশে। সেই নির্বাচনে নড়াইল-২ আসন থেকে ফের আওয়ামী লিগের সাংসদ নির্বাচিত হন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সম্প্রতি দেশে জন আন্দোলনকে যখন সমর্থন জানিয়েছেন বাংলাদেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা, তখন নীবর ছিলেন মোর্তাজা।
হাসিনা সরকারের পতনের পর নড়াইলে মোর্তাজার বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিলেন আন্দোলনকারীরা। কবে? আজ, সোমবার। সাংসদ সদস্যের ছোট ভাই মোরসালিন মুর্তজা সন্ধ্যায় বললেন, ‘কথা বলার অবস্থায় আমরা নেই। কিছুই ভালো নেই’। আর এক প্রাক্তন ক্রিকেটার, সাংসদ সাকিব আল হাসানের বাড়িতে অবশ্য এখনও কিছু হয়নি। তবে তাঁর কার্যালয়ে জ্বালিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন: Neeraj Chopra | Paris Olympics 2024: একে একে নিভছে দেউটি… সবার চোখ এখন নীরজের বর্শামঙ্গলে, মঙ্গলে নামছেন ‘সোনার’ ছেলে
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)