রাজীব চক্রবর্তী: আবারও বিপাকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অর্থ তছরুপ মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে তদন্ত ও পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সবুজ সংকেত দিল।
আরও পড়ুন- রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া, ধপ করে পড়বে পারদ, এবার জাঁকিয়ে শীত বঙ্গে
এর আগে, দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাও কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দিয়েছিলেন। এই মামলায় দিল্লি সরকারের আবগারি নীতিতে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। যেখানে ইডি কেজরিওয়ালকে “মূল ষড়যন্ত্রকারী” বলে অভিহিত করেছে।
গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল। আদালত বলেছিল, কোনো সরকারি পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে ইডিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এই রায়ের পর কেজরিওয়াল দিল্লি হাইকোর্টে একটি আবেদন করেন। তাঁর দাবি ছিল, ইডি যে চার্জশিট জমা দিয়েছে তা অবৈধ, কারণ অনুমতি ছাড়া তা করা হয়েছে।
এদিকে, ইডি তাদের চার্জশিটে দাবি করেছে, অরবিন্দ কেজরিওয়ালই আবগারি কেলেঙ্কারির মাস্টারমাইন্ড। এবার কোমর বেঁধে নামতে চলেছে ইডি।
কয়েক দিনের মধ্যেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। নির্বাচনের ঠিক আগে ইডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)