কলকাতা: দোল উপলক্ষ্যে একগুচ্ছ ট্রেন বাতিল শিয়ালদা শাখায়। সোশ্যাল পোস্টে জরুরি বার্তা দিয়ে জানাল পূর্ব রেলওয়ে। রাত পেরোলেই দোল উৎসব। দোল উপলক্ষ্যে ইতিমধ্যেই হাওড়া শাখায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। এবার বাতিলের তালিকায় রয়েছে শিয়ালদা শাখার কিছু সাবর্বান ট্রেন।
পূর্ব রেলওয়ে পোস্ট করে জানিয়েছে, দোল যাত্রা উপলক্ষে যাত্রী সংখ্যা, বিশেষ করে সকালের দিকে কম হওয়ায়, আগামীকাল শুক্রবার ১৪ মার্চ শিয়ালদা শাখার কিছু সাবর্বান ট্রেনের পরিষেবার বাতিল থাকবে। মেন লাইন ও সেন্ট্রাল শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে।
আরও পড়ুন, দোল উপলক্ষে আগামীকাল হাওড়া শাখায় বহু ট্রেন বাতিল ! জরুরি ঘোষণা পূর্ব রেলের
আরও দেখুন
+ There are no comments
Add yours