<div id="lb_elelment_container" class="sub-blogs">
<div id="67d3a9fee3b9860bd61857c2" class="sub-blogs-wrap">
<div class="sub-blog-detail">
<p>ABP Ananda Live: সোনাঝুরিতে দোলে কেন বাধা নেই পুলিশ অভয় দিতেই ভিড়। নিজেদের মধ্যে দোল খেলতে ব্যাস্থ সবাই। শান্তিনিকেতনের যে কোন জায়গায় সাধারণ মানুষ দোল খেলতে পারেন কোন বাধা নেই। কোনও নিষেধাজ্ঞা নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সকাল থেকে ভিড় করেছে সোনাঝুড়িতে। বন দফতর সোনাঝুরিতে দোল বন্ধের নির্দেশ দেওয়ার পরেই শুরু হয় বিতর্ক। পুলিশ পরিকল্পনা করে সোনাঝুরিতে বসন্ত উৎসব বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।তারপরেই অতিরিক্ত পুলিশ সুপার , বোলপুর, রানা মুখোপাধ্যায় জানান, সোনাঝুরিতে দোলে কোনও বাধা নেই। নৈহাটিতে রঙের উৎসবে মাতলেন পার্থ ভৌমিক। দোলের দিন সকালে স্থানীয় স্বপ্নবীথি পার্কের সামনে থেকে নৈহাটি পুরসভা পর্যন্ত আয়োজন করা হয় বর্ণাঢ্য প্রভাতফেরির। বসন্ত উৎসবে নিজে খোল বাজিয়ে অংশ নেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ। প্রভাতফেরিতে পা মেলান নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।</p>
<div id="67d3a9fee3b9860bd61857c2" class="sub-blogs-wrap">
<div class="time-wrap">
<div class="time"> </div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div class="blog-pagination"> </div>
<div class="blog-tag"> </div>
Source link
সোনাঝুরিতে দোলে বাধা নেই, পুলিশ অভয় দিতেই ভিড়
