NOW READING:
হোলির জন্য টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ?
March 11, 2025

হোলির জন্য টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ?

হোলির জন্য টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ?
Listen to this article


Holi Bank Holiday: আর কিছুদিন পরেই হোলি, বাঙালির দোলযাত্রা। আর এই সময় বেশ কিছু রাজ্যে টানা ৪ দিন বন্ধ (Bank Holiday) থাকতে চলেছে ব্যাঙ্ক। জানা গিয়েছে ১৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক। হোলিকা দহন, হোলি উৎসব, দ্বিতীয় শনিবার, সাপ্তাহিক রবিবারের ছুটির (Holiday List) কারণে এই চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

সাধারণত ব্যাঙ্কের ছুটির দিনগুলি একেক রাজ্যে (Bank Holiday) একেক রকম হয়ে থাকে। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশেই এই সামগ্রিক ছুটির তালিকা নির্ধারিত হয়। এই বছর ১৪ মার্চ সারা দেশে পালিত হবে হোলি। আর সেই উপলক্ষ্যে কবে কবে আপনার শহরে ছুটি থাকছে ব্যাঙ্কে দেখে নিন বিস্তারিত –

ছুটির তালিকা

১৩ মার্চ বৃহস্পতিবার – হোলিকা দহন, অত্তুগল পোঙ্গলা উপলক্ষ্যে এদিন (Holi 2025 Bank Holiday) ভারতের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, কেরালা সহ বেশ কিছু রাজ্যে ছুটি থাকবে ব্যাঙ্কে। তবে এদিন দেরাদুন, কানপুর, লক্ষ্ণৌ, রাঁচি, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। হোলিকা দহনের মাধ্যমে হোলি উৎসবের শুভ সূচনা হয়ে থাকে, পোঙ্গল উৎসব কেরালার অন্যতম বিখ্যাত উৎসব যা তিরুবন্তপুরম শহরেই পালিত হয়।

১৪ মার্চ শুক্রবার – এইদিনে সারা দেশে হোলি বা দোলযাত্রা পালিত হবে। তবে কিছু কিছু রাজ্যে (Holiday List) এদিন দোল বা হোলি পালিত হচ্ছে না, যেমন কেরালা, নাগাল্যান্ড, মণিপুর, ওড়িশা, তামিলনাড়ু। তবে হোলির জন্য যে যে রাক্যে ছুটি থাকছে সেগুলি হল – আমেদাবাদ, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইটানগর, জয়পুর, জম্মু ও কাশ্মীর, কানপুর, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর।

১৫ মার্চ শনিবার – দেশের কিছু কিছু রাজ্যে যেমন আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল, পাটনায় দ্বিতীয় দিনের হোলি উৎসব পালিত হয় এদিন যাকে বলা হয় ইয়াওসাং। সাধারণত এই উৎসব পালিত হয় উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে।

১৬ মার্চ রবিবার –  রবিবার সারা দেশেই ব্যাঙ্কে ছুটি থাকে। এটি ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির মধ্যে ধরা হয়। সমস্ত রাজ্যেই এই ছুটি পালিত হয়।

আরও পড়ুন: Viral Video: লাঠি দিয়ে নিজের বাবাকে নিষ্ঠুর প্রহার, যন্ত্রণায় আর্তনাদ প্রবীণের ! ব্যক্তির মৃত্যুর পরে মেয়েদের অত্যাচারের ভিডিয়ো ভাইরাল

আরও দেখুন



Source link