জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘দলকে সাহায্য করতে না পারলে এই জীবনের কী লাভ?’
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
হাফপ্যান্ট পরার জন্য কটূক্তি থেকে অজ্ঞ পুরুষদের প্ররোচনা! শুনেছেন জাতপাত নিয়েও কথা। করা হয়েছে যৌনগন্ধী কুমন্তব্য়! রক্তাল্পতা, দুর্বল পেশী এবং ডিপ্রেশনের সঙ্গে লড়াই করেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য! হকি টার্ফে কেউ রুখতে পারতেন না তাঁকে। এমনই তাঁর সুনাম। কথা হচ্ছে ‘হরিদ্বার হারিকেন’ ওরফে বন্দনা কাটারিয়াকে নিয়ে। ২০২৫ সালের শুরুটা করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে। ৩২০টি খেলায় ১৫৮ গোল এবং অলিম্পিক্সের হ্যাটট্রিককারী বন্দনা। তবে আর দেখা যাবে না দেশের জার্সিতে। চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন বন্দনা। অবসর নিলেন কিংবদন্তি খেলোয়াড়
অবসর নিলেন হকি কিংবদন্তি বন্দনা কাটারিয়া। বড় ঘোষণা বন্দনার। জাতীয় দল থেকে তাঁর অবসরের ঘোষণা খুবই হৃদয়বিদারক।
হরিদ্বার হারিকেন বন্দনা যখন হকি টার্ফে আক্রমণে নামতেন, তখন প্রতিদ্বন্দ্বী মহিলারা তাকে থামাতে পারতেন না। ২০২৫ সালের শুরুটা করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের মাধ্যমে। ৩২০টি খেলায় ১৫৮টি গোল এবং একটি অলিম্পিক হ্যাটট্রিক করেন।
‘দলকে সাহায্য করতে না পারলে আমার জীবনের কী লাভ?’- 32 বছরীয় বন্দনা বলেন।
অলিম্পিক্স ২০২৮ (LA28)-এর যোগ্যতা অর্জনের প্রস্তুতির সময় এই সিদ্ধান্ত নিলেন।
‘এটা সবসময়ই একটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু এটা একটা সময়ে নিতেই হত। আমি আসলে কারো সঙ্গেই এ বিষয়ে কথা বলিনি, শুধু আবেগের বশে কাজ করেছি,’ -মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি বলেন।
টোকিও অলিম্পিক্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যাটট্রিক তার, যেখানে ভারত স্মরণীয়ভাবে চতুর্থ স্থান অর্জন করে। দলকে মিস করবেন তিনি। ভবিষ্যতের বিকল্পগুলি নিয়ে ভাবার সময় পাননি – হয়তো কোচিং করাবেন। ওদের সঙ্গে খাওয়া, ওদের সঙ্গে প্রশিক্ষণ, প্রায় ওদের সঙ্গেই বড় হওয়া, চাপ, রসিকতা আর হাসি অভ্যাসে পরিণত হয়ে গেছে। ‘আমি মনে করি ভারতীয় হকিতে সবচেয়ে বড় পরিবর্তন হল আমরা প্রতিটি খেলার জন্য পেশাদারভাবে প্রস্তুতি নেওয়ার পদ্ধতি শিখেছি। ঘুম থেকে ওঠার সময় থেকে, ডায়েট, পুনরুদ্ধার, বিশ্রাম-কৌশল। এটি রাতারাতি ঘটে না। আমাদের দল সাফল্য পেতে অনেক বছর (৭-৮) সময় নিয়েছে,’- তিনি বলেন।
হরিদ্বারের এক অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে বন্দনা, তার বাবা ভারত হেভি ইলেকট্রিক্যালসের একজন টেকনিশিয়ান ছিলেন। কিন্তু খেলাধুলার প্রতি ভালোবাসা থেকেই যে তার বাড়ির সামনের উঠোনে একটি কুস্তির আখড়া তৈরি করেছিলেন। টোকিও অলিম্পিকের ঠিক আগে তিনি মারা যান। কিন্তু একটা কণ্ঠস্বর রয়ে গেছে- ‘এক টাকাও উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করো, কোনও শর্টকাট নেই।’
ভারতীয় হকির এশিয়ান গেমসে ব্রোঞ্জ, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপে সোনা এবং কমনওয়েলথ গেমসে রুপো পদক জয়ের আনন্দ থাকলেও টোকিওতে চতুর্থ স্থান অর্জনের আনন্দ ভারতীয়দের মনে দীর্ঘকাল ধরে দাগ কেটে থাকবে।
আরও পড়ুন: প্রীতিদের চরম অপমান পন্থের! পঞ্জাবের ভয়ংকর প্রতিশোধ, আইপিএলে আগুন জ্বলছে…
আরও পড়ুন: গুজরাতের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকের পথে বেঙ্গালুরু, রজতদের লড়াই কি সহজ হবে?…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)