# Tags
#Blog

HMPV Outbreak: ছড়িয়ে পড়ছে ক্রমশ, আবার সন্ত্রস্ত বিশ্ব! ভাইরাসই কি মারবে মানুষ…

HMPV Outbreak: ছড়িয়ে পড়ছে ক্রমশ, আবার সন্ত্রস্ত বিশ্ব! ভাইরাসই কি মারবে মানুষ…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)। করোনার বছরপাঁচেক পর ফের এক নতুন ভাইরাসের ভ্রুকুটি। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। এবং ফের সেই চিন।  উপসর্গ প্রায় করেনাার মতোই। সেই শ্বাসকষ্ট, মাস্ক, স্যানিটাইজার ফিরেছে শি জিং পিংয়ের দেশে। হিউম্যান মেটানিউমো ভাইরাস এর সংক্রমণ হলে সাধারণভাবে সর্দি হয়, বারবার নাক বন্ধ হয়ে যেতে পারে, প্রচুর কফ উঠতে পারে। 

আরও পড়ুন, Human Metapneumovirus | HMPV: করোনার ৫ বছর পরে ফের এক ভয়ংকর ভাইরাসের ভীতিতে কাঁপছে বিশ্ব…

তবে গুরুতর ক্ষেত্রে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হতে পারে। মালয়েশিয়ায় HMPV কেস বাড়ছে, ২০২৪ সালে ৩২৭ টি রিপোর্ট করা হয়েছে, ২০২৩ সালে করা ২২৫ কেসের থেকে ৪৫% বৃদ্ধি পেয়েছে। এই ভাইরাসের সাধারণ সর্দি-কাশির মতো উপসর্গ, তবে গুরুতর শ্বাসকষ্টের কারণ হতে পারে কখনও। প্রতিরোধমূলক ব্যবস্থা, যেমন হাত ধোয়া এবং মাস্ক পরা, বিস্তার না হওয়ার সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

স্ট্রেইটস টাইমস অনুসারে, এরকম পরিস্থিতিতে নিজের দেশে বেশকিছু গাইডলাইন জারি করেছে মালয়েশিয়া সরকার। সে দেশের স্বাস্থ্যমন্ত্রক জনসাধারণকে সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়া, মুখের মাস্ক পরা এবং কাশি বা হাঁচির সময় মুখ ও নাক ঢেকে রাখা-সহ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন, EXPLAINED | What Is Dinga Dinga Virus: ভুতুড়ে ভাইরাসের মরণনাচে আক্রান্ত ৩০০! COVID-19 এর চেয়েও কি ভয়ংকর? জানুন এ-টু-জেড

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal