NOW READING:
Bangladesh: বদলের বাংলাদেশে নিষিদ্ধ ‘হিজবুত তাহরীর’!
March 7, 2025

Bangladesh: বদলের বাংলাদেশে নিষিদ্ধ ‘হিজবুত তাহরীর’!

Bangladesh: বদলের বাংলাদেশে নিষিদ্ধ ‘হিজবুত তাহরীর’!
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে নিষিদ্ধ  হিজবুত তাহরীর। পুলিসের তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হল, এই সংগঠনের সমস্ত কার্যকলাপই শাস্তিযোগ্য অপরাধ। 

আরও পড়ুন:  Bangladesh: পরিচয় শনাক্তে নতুন সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের!

বাংলাদেশ পুলিসের সদর দফতর সূত্রে খবর, বাংলাদেশে যদি কোনও সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে সেই সংগঠনের সমস্ত কার্যকলাপই দণ্ডনীয় অপরাধ। ফলে  হিজবুত তাহরীর সভা. সমাবেশ, মিছিল, এমনকী পোস্টার বা লিফলেট বিলিও এখন বেআইনি।  সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্য়ক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন।

এর আগে,  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে জানান,  ২০০৯ সালের ২২ অক্টোবর  জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায়  ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে তত্‍কালীন বাংলাদেশ সরকার। এরপর থেকে সংগঠনটির যেকোনও কার্যক্রম বেআইনি হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠনগুলোর যেকোনও প্রচারণামূলক কার্যক্রম কঠোর নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে তা দমনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: Viral Video | Woman naked on flight: প্লেনে আচমকাই উলঙ্গ হয়ে তাণ্ডব! মহিলার কীর্তিতে চক্ষু চড়কগাছ…

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link