NOW READING:
‘আচমকা ৩০-৪০ জন আইনজীবী ঢুকে গেল’, ফের বিস্ফোরক রবীন্দ্র ঘোষ
December 13, 2024

‘আচমকা ৩০-৪০ জন আইনজীবী ঢুকে গেল’, ফের বিস্ফোরক রবীন্দ্র ঘোষ

‘আচমকা ৩০-৪০ জন আইনজীবী ঢুকে গেল’, ফের বিস্ফোরক রবীন্দ্র ঘোষ
Listen to this article


Bangladesh update: বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন। জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, ওকালতনামা নিয়ে গেলেও জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন খারিজ চট্টগ্রাম আদালতের। হেনস্থার পরেও অকুতোভয়। চট্টগ্রাম জেল থেকে ওকালতনামা নিয়ে সটান চট্টগ্রাম আদালতে। সংখ্যালঘুদের অধিকার রক্ষার লড়াই চলবে, প্রতিক্রিয়া রবীন্দ্র ঘোষের। স্থানীয় কোনও আইনজীবী নেই, একুশে আইন দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীর আবেদন খারিজ। ২ জানুয়ারিই হবে জামিন মামলার শুনানি। সপ্তাহ তিনেক জেলেই সন্ন্যাসী। মিথ্যে বলছে ইউনূস সরকার। বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে হিন্দুরা। মামলা করলেই ভয় দেখাচ্ছে। বিস্ফোরক রবীন্দ্র ঘোষ। এবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি গণ অধিকার পরিষদের যুগ্মমহাসচিবের। ভয় দেখানোর চেষ্টা, দুর্ভাগ্যজনক। প্রতিক্রিয়া অবসরপ্রাপ্ত সেনাকর্তা থেকে কলকাতা ইসকনের। বাংলাদেশের ভারত-বিদ্বেষী অবস্থানের প্রতিবাদে বড়বাজার, নদিয়ায় মিছিল। আলিপুরে পথে আইনজীবীরাও।



Source link