NOW READING:
Himani Murder Case: হিমানীর কোন রহস্য লুকিয়ে আলমারিতে! চাবি কেন ফেলে দিয়েছিল সচিন? হন্যে হয়ে…
March 5, 2025

Himani Murder Case: হিমানীর কোন রহস্য লুকিয়ে আলমারিতে! চাবি কেন ফেলে দিয়েছিল সচিন? হন্যে হয়ে…

Himani Murder Case: হিমানীর কোন রহস্য লুকিয়ে আলমারিতে! চাবি কেন ফেলে দিয়েছিল সচিন? হন্যে হয়ে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হরিয়ানার কংগ্রেস নেত্রী হিমানী নরওয়ালের খুনের ঘটনায় উত্তাল দেশ। ২৮ ফেব্রুয়ারি সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে রাত সাড়ে ১০টায় এক ব্যক্তি কালো রঙের একটি ট্রলিব্যাগ টেনে নিয়ে যাচ্ছেন। এরপরই সচিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। জেরায় অভিযুক্ত নিজেকে হিমানীর প্রেমিক বলে দাবি করেছেন। কিন্তু এসবের মধ্যে যে রহস্য বারবার সামনে আসছে তা হল একটি আলমারি। 

আরও পড়ুন, Himani Narwal Murder: ‘ফোন করে বাড়িতে ডেকে সেক্স করতেন, তারপর…’ হিমানী খুনে বিস্ফোরক স্বীকারোক্তি বিবাহিত সচিনের!

এই আলমারিতেই হিমানী মৃত্যুর রহস্য গোপন থাকতে পারে। কারণ ল্যাপটপ, হার, আংটি সমস্ত নিয়েই বেরিয়ে যান, সেই সঙ্গেই ছিল আলমারির চাবি যা ফেলে দিয়েছিল সচিন। পুলিস হন্য়ে হয়ে খুঁজছে কোন জায়গা থেকে পাওয়া যায় সেই চাবি। মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ হিমানীর মৃতদেহ দাহ করা হয়। তারপর থেকেই পুরো ঘটনা পুর্ননির্মানের চেষ্টা করছে পুলিস। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

রিপোর্ট অনুযায়ী, সাম্পলা বাসস্ট্যান্ড থেকে মাত্র ২০০ মিটার দূরে পরিত্যক্ত স্যুটকেসটি লক্ষ্য করেন বেশ কয়েকজন যাত্রী। তখন বিষয়টি জানানো হয় পুলিশকে। রোহতক পুলিশের মুখপাত্র সানি লৌরা বলেন, সুটকেস খোলার পর কর্মকর্তারা হিমানী নারওয়ালের দেহটি দেখতে পান। তাঁর গলায় আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। মৃতদেহের গলায় ওড়না পেঁচানো ছিল এবং হাতে মেহেদি লাগানো ছিল। পরনে ছিল নাইট স্যুট। 

হিমানীর পরিবারের দাবি ওই ট্রলিব্যাগটি তাঁদেরই। বাড়ি থেকে হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল ব্যাগটি। তার পরই ব্যাগ থেকে হিমানীর দেহ উদ্ধারে ষড়যন্ত্রের সন্দেহ প্রকাশ করেছে তাঁর পরিবার। হিমানী বিজ্ঞানে স্নাতক করেছিলেন। এমবিএ-ও করেছেন। তার পর আইন নিয়ে পড়াশোনা করছিলেন। এদিকে রোহতকের এক পুলিসকর্তা জানাচ্ছেন, ফেসবুকের মাধ্য়মে প্রথম আলাপ হয় হিমানী ও সচিনের। সেখান থেকেই বাড়ে বন্ধুত্ব। রোহতকে যেহেতু একাই থাকতেন হিমানী। সেই সূত্র ধরে মৃতার বাড়িতেও বেশ যাতায়াত করতে তিনি। এমনকি গত ২৭ ফেব্রুয়ারিও হিমানীর বাড়িতে এসেছিলেন অভিযুক্ত সচিন।

আরও পড়ুন,Income Tax Law: আয়কর ফাঁকি ঠেকাতে এবার ইমেইল-সোশ্যাল মিডিয়া-ব্যাঙ্কে নজরদারি! কড়া আইনের পথে কেন্দ্র

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link