জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকা। তার মধ্যেই চলছে যাতায়াত। কোথাও ধস, কোথায় বৃষ্টিতে নাজেহাল রাজ্যের পরিবহণ ব্যবস্থা। এরকম এক পরিস্থিতিতে মঙ্গলবার ১০৫ নম্বর জাতীয় সড়কের উপরে নাঙ্গাল গ্রামে উল্টে গেল হিমাচল প্রদেশ সরকারি পরিবহণের বাস। বাসটি নালাগড় থেকে স্বয়াঘাট রোড যাচ্ছিল। বাসটিতে ছিলেন ৪৭ যাত্রী। রাস্তার মধ্যেই বাসটি উল্টে যাওয়ায় বাসের মধ্যেই যাত্রীরা তালগোল পাকিয়ে যান। গুরুতর আহত হন ১৭ জন। তাদের মধ্যে ২ জনকে পিজিআই চণ্ডীগড়ে ভর্তি করা হয়েছে।
পুলিস সূত্রে খবর, লাঙ্গাল গ্রামের কাছে গিয়ে বাসটি উল্টে যায়। বাসের চালক যশপ্রীত সিং বলেছেন, রাস্তার পাশ দিয়েই তিনি যাচ্ছিলেন। কিন্তু একটি বাইক ও একটি অটো উল্টো দিক থেকে ভুল দিকে আসছিল। তাদের বাঁচাতে গিয়ে বিপত্তি ঘটে যায়। চালক ব্রেক কষেন কিন্তু রাস্তায় পড়ে ছিল তেল জাতীয় কিছু। তাতেই পিছলে গিয়ে রাস্তার উপরেই বাসটি উল্টে যায়। কোনও কোনও যাত্রী বলছেন বাস ঠিক সময়ে ব্রেক কষতে পারেনি।
বাস দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় মানুষজন। সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় পুলিসও। নালাগড় থানার পুলিস এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। থানার আইসি রাকেশ রাই বলেন, অ্যাম্বুল্যান্স ডেকে সঙ্গে সঙ্গেই আহতদের নালাগড় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর হওয়ায় পিজিআই চণ্ডীগড়ে ভর্তি করা হয়।
আরও পড়ুন-অপারেশন সিঁদুরে যুদ্ধ বিমান হারাতে হয়েছে কেন, বিস্ফোরক মন্তব্য করলেন ক্যাপ্টেন শিবকুমার
আরও পড়ুন-যুব সভাপতি হওয়ার খুশি স্থায়ী হল না, ৯ দিনের মাথায় চলে গেল পদ
রাস্তায় তেল জাতীয় কিছু পড়ে থাকার একটা তত্ত্ব উঠে আসছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিস। তবে ঠিক কী কারণে বাসটি উল্টে গেল তা টেকনিক্যাল পরীক্ষার পরই জানা যাবে। পুলিস বাসের চালক ও প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে। বাসের এক মহিলা যাত্রী বলেন, হঠাত্ করেই দুর্ঘটনা ঘটে যায়। মনে হয়ে বাসের ব্রেক ফেল করেছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)