জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পদ্মাপারে সেনা শাসন। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে এদেশে চলে এসেছেন শেখ হাসিনা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিতে নিজের বাসভবনেই উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী। বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-সহ অন্যন্য়রা।
আরও পড়ুন: Bangladesh Protest:অগ্নিগর্ভ পরিস্থিতি! আকাশপথেও এবার বিচ্ছিন্ন ভারত-বাংলাদেশ…
দেশজুড়ে তুমুল বিক্ষোভ। বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন এখন জনতার দখলে। সূত্রের খবর, সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে ইস্তফা দেওয়ার জন্য ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময় মেনেই ইস্তফা দিয়েছেন তিনি। এরপর নীবরে দেশ ছাড়েন মুজিব কন্যা। সঙ্গে ছিলেন বোন রেহানা-সহ পরিবারের ঘনিষ্ঠরা। বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন হাসিনা, কিন্তু সে সুযোগও পাননি!
ঘড়িতে তখন ৫টা ৩৬ মিনিটে। বিকেলে ঢাকা থেকে কপ্টারে গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে পৌঁছন হাসিনা। রাতে সেখানে গিয়ে বাংলাদেশে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেই বৈঠকে ছিলেন সেনা আধিকারিকরা। সূত্রের খবর, হাসিনা পরবর্তী কর্মসূচি কী? এবার কোথায় যাবেন? তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে খবর।
আরও পড়ুন: Bangladesh Protest: সারাজীবন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে হেঁটেছেন হাসিনা? দেখে নিন, তাঁর রাজনৈতিক যাত্রা…
সূত্রের খবর, বৈঠকে হাসিনা যা বলেছেন, তা প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রককে জানান অজিত দোভাল। তারপরই প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলাদেশে পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শুরু হয়। শেষ খবর অনুয়ায়ী, এখনও গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরেই রয়েছেন হাসিনা। ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি, কিন্তু লন্ডন থেকে সিদ্ধান্ত জানানো হয়নি। সূত্রের খবর তেমনই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)