<p><strong>সন্দীপ সরকার, কলকাতা:</strong> মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইনকাণ্ডে ভেন্টিলেশনে ২ প্রসূতি। স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটির প্রাথমিক তদন্তে অনুমান, প্রসূতিদের অসুস্থতার কারণ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার। </p>
<p><strong>ভেন্টিলেশনে ২ প্রসূতি:</strong> মেদিনীপুর মেডিক্যালে এক প্রসূতির মৃত্যু এবং আরও চার প্রসূতির গুরুতর অসুস্থ হওয়া নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে রাজ্য়ের স্বাস্থ্য় ব্য়বস্থা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, যে প্রসূতির মৃত্যু হয়েছে এবং যাঁরা অসুস্থ, তাঁদের এই স্যালাইনই দেওয়া হয়েছিল। যাঁরা CCU-তে ভর্তি রয়েছেন, এই স্যালাইন ব্যবহারের পর তাঁদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমেছে। ভেঙে যাচ্ছে রক্ত কণিকা।শরীরে অক্সিজেনের পরিমাণও কমছে। কিডনিতে সংক্রমণ দেখা দিয়েছে। ৩ প্রসূতির ডায়ালিসিস চলছে। স্যালাইন রহস্য ভেদে প্রসূতিদের থেকে নমুনা নিয়ে বায়োপসি করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে, প্রসবের পরে দেওয়া অক্সিটোসিন ইঞ্জেকশন ও রিঙ্গার ল্যাক<a title="টেট" href="https://bengali.abplive.com/topic/tet" data-type="interlinkingkeywords">টেট</a> স্যালাইনের মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না। হিউম্যান এরর, নাকি কেমিক্যাল রিঅ্যাকশন? পাল্লা ভারী রাসায়নিক বিক্রিয়ার দিকে। তবে মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন গুলি দীর্ঘদিন বাক্সবন্দী হয়ে পড়ে থাকায় কোন রাসায়নিক বিক্রিয়া হয়েছিল কি না, ছত্রাক জন্মেছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।</p>
<p><strong>ঘটনা কী? </strong></p>
<p>পরিবার সূত্রে খবর, বুধবার রাতে মেদিনীপুর মেডিক্য়াল কলেজে, সুস্থ সন্তানের জন্ম দেন চন্দ্রকোণার বাসিন্দা, মামণি রুইদাস। পরিবারের অভিযোগ, স্য়ালাইন দেওয়ার পরই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার রাতে মৃত্য়ু হয়। মেদিনীপুর মেডিক্য়াল কলেজের তরফে স্বাস্থ্য় দফতরে দেওয়া রিপোর্টে বলা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াস’ নামে ওই কোম্পানির স্য়ালাইন ব্য়বহারের ফলেই পার্শ্বপ্রতিক্রিয়ায় প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। প্রসূতিদের রক্তক্ষরণ বন্ধে ব্য়বহার করা হয় ‘রিঙ্গার ল্যাকটেট স্যালাইন’। সেই ‘রিঙ্গার ল্যাকটেট স্যালাইনে’র পার্শ্বপ্রতিক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে প্রসূতির। গতকাল মেদিনীপুর গিয়েছিলেন ১৩ সদস্যের প্রতিনিধিদল। <strong><br /></strong></p>
<p>এবিষয়ে স্বাস্থ্যশিক্ষা দফতরের বিশেষ সচিব জানিয়েছেন, স্যালাইন হয়তো অপরিশ্রুত ছিল, দেখা হবে। এই আবহে আজ SSKM-এ বৈঠক করছেন স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের প্রতিনিধিদল। বেলা সাড়ে ১২টায় শুরু হয়েছে এই বৈঠক। গতকাল মেদিনীপুর মেডিক্যাল কলেজে তদন্তে যান তাঁরা। বৈঠকে এসেছেন মেদিনীপুর মেডিক্যালের প্রিন্সিপাল। এসেছেন স্বাস্থ্য দফতরের OSD-ও। </p>
<p><strong>আরও পড়ুন: <a title="Gangasagar Mela 2025: মকর স্নানের আগে কড়া নিরাপত্তা, গঙ্গাসাগরে পুণ্য়ার্থীদের ভিড়" href="https://bengali.abplive.com/district/south-24-parganas-gangasagar-mela-2025-crowd-of-pilgrims-has-started-to-gather-1115006" target="_self">Gangasagar Mela 2025: মকর স্নানের আগে কড়া নিরাপত্তা, গঙ্গাসাগরে পুণ্য়ার্থীদের ভিড়</a></strong></p>
Source link
কমছে হিমোগ্লোবিনের পরিমাণ, স্যালাইন কাণ্ডে ভেন্টিলেশনে ২ প্রসূতি
