NOW READING:
IND vs AUS | Sydney Test: অধিনায়ক বদলেও ভাগ্য ফিরল না! সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার ভারতের…
January 5, 2025

IND vs AUS | Sydney Test: অধিনায়ক বদলেও ভাগ্য ফিরল না! সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার ভারতের…

IND vs AUS | Sydney Test: অধিনায়ক বদলেও ভাগ্য ফিরল না! সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার ভারতের…
Listen to this article


দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: অধিনায়ক বদলেও ভাগ্য বদল হল না সিডনি টেস্টে। বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্ট সিডনিতে পর্যন্ত ৬ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি ফিরল অজিভূমে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাও নিশ্চিত করে ফেললেন প্যাট কামিন্সরা।

ম্যাচের দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ছিল ১৪১ রানে ৬ উইকেট। আশা ছিল রবিবার যদি আরও অন্তত গোটা পঞ্চাশেক রান তোলা যায় তাহলেও অস্ট্রেলিয়াকে চাপে ফেলা যাবে। কিন্তু সেটা হতে দিলেন না প্যাট কামিন্সরা। তৃতীয় দিন সকালে মাত্র ১৬ রান যোগ করে প্যাভিলিয়নে ফিরলেন ভারতের শেষ চার ব্যাটার। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটার জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর, দুজনকেই ফেরান কামিন্স। সিরাজ এবং বুমরা ফেরেন বোল্যান্ডের বলে। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১৫৭ রানে। লিড ১৬১ রান। লিড ১৬১ রান।

আরও পড়ুন:Asansol: জন্মানোর কিছুক্ষণের মধ্যেই মাকে হারালেন সদ্যোজাত! প্রসূতি মৃত্যুতে ধুন্ধুমার…

১৬২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা খানিক নড়বড়ে হলেও শেষ পর্যন্ত ৬ উইকেটে অনায়াসে টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া। গতকালের চোটের কারণে অধিনায়ক বুমরা মাঠে ছিলেন না। বুমরার অনুপস্থিতিতে এদিন ভারতীয় বোলাররা শুরুর দিকের ৩-৪ ওভারে একেবারে নিয়ন্ত্রণ দেখাতে পারলেন না। দুই অজি ওপেনার মাত্র ৩ ওভার ৫ বলে প্রথম উইকেটেই তুলে ফেললেন ৩৯ রান। এর পর অবশ্য খানিকটা লড়াইয়ে ফেরে ভারত। প্রসিদ্ধ কৃষ্ণ অল্প সময়ের ব্যবধানে পর পর ফিরিয়ে দেন কনস্টাস, লাবুশেন এবং স্মিথকে। কিন্তু তারপর বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন খোয়াজা, হেড এবং ওয়েবস্টার।

সিডনির জয়ের ফলে বর্ডার-গাভাসকর সিরিজ ৩-১ ব্যবধানে পকেটে পুরল অস্ট্রেলিয়া। যার অর্থ এক দশক টিম ইন্ডিয়ার দখলে থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরছে ট্রফি। তবে ভারতের জন্য আরও বড় ধাক্কা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা পুরোপুরি শেষ হয়ে যাওয়া। এদিনের জয়ে অস্ট্রেলিয়ার ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গেল। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ভারতকে ছাড়া। মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link