WATCH | Suryakumar Yadav: হৃদয় ছুঁল যে ‘সূর্যপ্রণাম’, নেটিজেনদের কুর্নিশ অধিনায়ককে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় করল ভারত। সঙ্গে গড়ল একাধিক রেকর্ডও। চার ম্যাচের T-20 সিরিজের এক পেশে তিনটি ম্যাচ জিতে নতুন অধ্যায় লিখলেন সূর্যকুমার যাদবেরা। তরুণদের হাতে ভারতীয় ক্রিকেট দল একদম সুরক্ষিত সেটি প্রমাণ করেদিল এই তরুণ টিম।
১৫ নভেম্বর টস জিতে ওপেনিং জুটি সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা মাঠে নিজেদের ব্যাটিং ম্যাজিক দেখান। বিদেশের মাটিতে ২৮৩ রানের পর্বত সমান টার্গেট রেখেছিল ভারত। জবাবে দক্ষিণ আফ্রিকা করল ১৪৮ রান। ১৩৫ রানে জিতল ভারত। কিন্তু এইসব কিছুর পরেও আরও একটি উল্লেখজনক মুহূর্তের সাক্ষী থাকল সবাই। এমন মুহূর্ত যা জিতে নিল হাজার হাজার ভক্তদের মন। ঘটনাটি আসলে কী? খেলার দ্বিতীয় ইনিংসে যখন টিম ইন্ডিয়া একটি উইকেট নেওয়ার খুশিতে আত্মহারা। ঠিক সেই সময় রবি বিষ্ণোইের টুপি মাটিতে পরে যায়। ভুলবশত সূর্যকুমার যাদবের পা লেগে যায়।
আরও পড়ুন: WATCH | Cristiano Ronaldo: অবিশ্বাস্য! ৩৯ বছরেও বাইসাইকেল-কিকে গোল, নেটপাড়া বুঁদ রোনাল্ডোর ম্যাজিকে…
কিন্তু তৎক্ষণাৎ সে বুঝতে পারে তার পায়ে ঠেকেছে ভারতের টুপি। সেই খুশির উত্তেজনার মাঝেও সঙ্গে সঙ্গে মাটি থেকে তুললেন এবং প্রণাম করে চুমু খেলেন টুপিটাকে। ম্যাচের শুরুতেই মাত্র ১০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। যদিও চেষ্টা করেছিল মিলার এবং স্টাবস কিন্তু পরপর দুটি উইকেট পরে যাওয়ার পর একপ্রকার মেরুদণ্ড ভেঙে গেল ব্যাটিং অর্ডারের। পাশাপাশি বহু রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট দল।
সঞ্জু এই বছরই T-20 তে তিনটি শতরান করে ফেললেন। একই বছরে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতগুলি শতরান করার রেকর্ড কোনও ব্যাটারের নেই। এছাড়াও এক ইনিংসে জোড়া শতরান থেকে আরও বহু নজিরবিহীন রেকর্ড হল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)