# Tags
#Blog

RG Kar Case| Supreme Court: সময় বদলেও হল না! সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি…

RG Kar Case| Supreme Court: সময় বদলেও হল না! সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি…
Listen to this article


রাজীব চক্রবর্তী: সকাল গড়িয়ে বিকেল। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। কারণ, সময়ের অভাব। আগামিকাল, বৃহস্পতিবার দুপুর ২টো মামলাটি শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

আরও পড়ুন:  Ration Allocation Change: রেশনের বরাদ্দে এল বড় বদল! জেনে নিন, এবার থেকে কতটা করে চাল এবং গম মিলবে…

ঘটনাটি ঠিক কী? কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন আরজি কাণ্ডের তদন্ত করছে সিবিআই, তখন স্বতঃপ্রণোদিতভাবে মামলাটি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নজরদারিতে তদন্ত চলছে। আরজি মামলায় এখনও পর্যন্ত ৬ দফা শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। সপ্তম দফার শুনানি হওয়ার কথা ছিল মঙ্গলবার দুপুর ৩টে। কিন্তু সেদিন অন্যন্য় মামলার শুনানি দীর্ঘ সময় চলে যায়। ফলে আরজি মামলার শুনানি পিছিয়ে যায়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছিলেন, আজ বুধবার সকালে সাড়ে দশটায় আরজি কর মামলার শুনানি হবে। সেইমতো মামলাটিকে তালিকাভুক্তও করা হয়েছিল। এরপর জানা যায়, সকালে সাড়ে দশটা নয়, বিকেল ৩টে শুনানি হবে। কিন্তু অন্যন্য মামলার শুনানিতে এতটাই সময় লেগে যায় যে, শেষপর্যন্ত আরজি কর মামলার শুনানি আর হল না। 

আরও পড়ুন:  Malegaon Blast| Pragya Thakur: মালেগাঁও বিস্ফোরণে সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এনআইএর

এর আগে, যেদিন সুপ্রিম কোর্টে আরজি কর মামলার  শুনানি হয়, সেদিন  সিভিক ভলান্টিয়ার নিয়োগে স্বজনপোষণ-বিতর্কে ৬টি প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি  বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।  রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল, সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ কারা করে?নিয়োগের যোগ্যতা কী? রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। তদন্ত অগ্রগতি নিয়ে সুপ্রিম কোর্ট রিপোর্ট দেবে সিবিআই। রিপোর্ট দিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের জাতীয় টাস্ক ফোর্সকেও। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal