আপৎকালীন পরিস্থিতিতে মুখ ফেরানোর অভিযোগ, এবার নজরে ন্যায্য মূল্যের ওষুধের দোকান
<p><strong>সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা:</strong> স্যালাইনকাণ্ডের আবহে এবার স্বাস্থ্য দফতরের নজরে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতালকে ওষুধ না দিলে ন্যায্য মূল্যের দোকানকে শো-কজ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। পাশাপাশি, ওষুধ ও স্যালাইনে প্রতিনিয়ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। </p>
<p>মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যু নিয়ে বিতর্কের আবহে প্রথমে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার ল্যাক<a title="টেট" href="https://bengali.abplive.com/topic/tet" data-type="interlinkingkeywords">টেট</a> স্যালাইন, তারপর ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের ১৭টি ওষুধের উৎপাদন ও ব্যবহার বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলোর ভরসা ন্যায্য মূল্যের ওষুধের দোকান। কিন্তু, সেই ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধেও সামনে আসছে একের পর এক অভিযোগ। মেদিনীপুর মেডিক্যালে ন্যায্য মূল্যের দোকান থেকে কেনা স্যালাইনে ছত্রাক মেলার অভিযোগ উঠেছে। কয়েক জায়গায় অভিযোগ, আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতালগুলিকে ওষুধ বিক্রি করতে চাইছে না ন্যায্য মূল্যের দোকানদাররা। এই প্রেক্ষাপটে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে সারপ্রাইজ ভিজিটের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর।<br /><br />সোমবার সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিভিন্ন মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষদের নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ কর্তারা। ওষুধ ও স্যালাইনে প্রতিনিয়ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত শিশু এবং প্রসূতিদের ওষুধের ক্ষেত্রে ব্যাচ নম্বর ধরে পরীক্ষা করতে বলা হয়েছে। ওষুধের গুণমান এর ক্ষেত্রে কোনও আপস করা হবে না বলে কড়া বার্তা দিয়েছে স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, উত্তর দিনাজপুর, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বসিরহাট, বারাসাত এইসব জায়গা থেকেই ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলির বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ সামনে এসেছে।স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে,<br /><strong><br /></strong>কোনও ন্যায্য মূল্যের ওষুধের দোকান যদি এই আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতালকে ওষুধ দিতে না চায়, তাহলে তাদের শো-কজ করা হবে। মঙ্গলবার থেকে স্বাস্থ্য দফতরের সেন্ট্রাল মেডিসিন স্টোরে ১১৮ রকমের ওষুধ সরবরাহের জন্য ই-টেন্ডার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। বাদ দেওয়া হয়েছে বিতর্কিত সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল ও ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডকে। সূত্রের খবর, নতুন সংস্থা থেকে সরবরাহ করা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নথিবদ্ধ করে তা জরুরি ভিত্তিতে স্বাস্থ্য ভবনে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে। </p>
<p><strong> আরও পড়ুন: <a title="Elephant Attack: হাতিকে উত্যক্ত করার অভিযোগ, গ্রেফতার আর্থ মুভারের সহ চালক" href="https://bengali.abplive.com/district/earth-mover-co-driver-arrested-for-allegedly-harassing-elephant-1118687" target="_self">Elephant Attack: হাতিকে উত্যক্ত করার অভিযোগ, গ্রেফতার আর্থ মুভারের সহ চালক</a></strong><br /><br /></p>
Source link