NOW READING:
Haryana BJP Chief: হিমাচলের হোটেলে ধর্ষণ! হরিয়ানার বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মহিলার
January 15, 2025

Haryana BJP Chief: হিমাচলের হোটেলে ধর্ষণ! হরিয়ানার বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মহিলার

Haryana BJP Chief: হিমাচলের হোটেলে ধর্ষণ! হরিয়ানার বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মহিলার
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: মারাত্মক অভিযোগ উঠল হরিয়ানা বিজেপির রাজ্য সভাপতি মোহনলাল বাদোলির বিরুদ্ধে। ওই একই অভিযোগ উঠেছে গায়ক রকি মিত্তল ওরফে জয় ভগবানের বিরুদ্ধে। দিল্লির এক মহিলা অভিযোগ করেছেন হিমাচল প্রদেশের এক হোটেলে তাঁকে ধর্ষণ করেছেন ওই দুজন।

আরও পড়ুন-বেড মিলল না ৬ হাসপাতালে! এসএসকেএম-এ ট্রলির উপরই চিকিৎসা দুর্ঘটনাগ্রস্তের…

ওই দুজনের নামে গত ১৩ ডিসেম্বর অভিযোগ দায়ের হয়েছে হিমাচল প্রদেশের সোলান জেলার কাসৌলি থানায়। নির্যাতিতার দাবি কৌসালির মাঙ্কি পয়েন্ট রোডের রস কমন হোটেলে ওই ঘটনা ঘটেছিল ২০২৩ সালের ৩ জুলাই। যে এফআইআরটি প্রকাশ্যে এসেছে সেখানে ওই দুজনের ঠিকানা ও ফোন নম্বর দেওয়া হয়েছে। এদিকে, ধর্ষণের ওই অভিযোগ অস্বীকার করেছেন মোহনলাল ও রকি মিত্তল।

নির্যাতিতা দাবি করেছেন, তাঁর বন্ধুদের সঙ্গে মোহনলাল ও রকির পরিচয় হয়। রকি তাঁকে বলেন, তাঁর একটি অ্যালবামে তিনি আমাকে হিরোইন করে দেবেন। মোহনলাল বলেন, সরকারি মহলে তার প্রচুর প্রভাব রয়েছে। তিনি আমাকে কোনও সরকারি চাকরি করে দেবেন। এরপর তারা আমাদের অ্যালকোহল অফার করেন। প্রবল বাধা দেওয়া সত্বেও ওরা আমাদের জোর করে মদ খাওয়ায়। এরপরই ওরা আমাদের উপরে যৌন নির্যাতন শুরু করে। বাধা দিলে আমাদের মেরে ফেলার হুমকি দেয়। হুমকি দিয়ে আমার বন্ধুকে পাশে বসিয়ে রেখে মোহনলাল ও রকি আমাকে ধর্ষণ করে। পাশাপাশি ওরা আমাদের ভিডিয়োও করে।

পুলিসের কাছে অভিযোগে ওই নির্যাতিতা লিখেছেন, মোহনলাল তাকে হুমকি দেয়, ঘটনা পুলিসকে বললে আণার আর কোনও অস্বিত্ব থাকবে না। আমরা চুপ করে ছিলাম। পরে ওরা আমাদের হুমকি দেয় আমাদের কোনও ক্রিমিন্যাল কেসে ফাঁসিয়ে দেওয়া হবে। এরপর এঅনেক কষ্ট করে মোহনলাল ও রকির ঠিকানা জোগাড় করি। এরপরই এফআইআর করি। আমার চাই আমাদের ন্য়ুড ছবি ওদের ফোন থেকে ডিলিট করা হোক।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link