নাগপুর: ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে মেজাজে বিশ ওভারের সিরিজ় জিতে নিয়েছিল ভারতীয় দল। ওয়ান ডেতেও সেই দাপট বজায় রাখার লক্ষ্যেই নাগপুরে নেমেছে টিম ইন্ডিয়া। জস বাটলারদের বিরুদ্ধে কিন্তু গোটা ভারতীয় দলই নিজেদের পরিপক্ক বোলিংয়ে প্রভাবিত করল। তবে সবথেকে বেশি নজর কাড়লেন অভিষেক ম্যাচ খেলা হর্ষিত রানা (Harshit Rana)। তিনি ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) উভয়েই তিনটি করে উইকেট নেন। দুইজনে আবার ইতিহাসও গড়ে ফেললেন এই ম্যাচে।
২৩ বছর বয়সি হর্ষিত রানা এই ম্যাচেই নিজের ওয়ান ডে অভিষেক ঘটিয়েছেন। তারকা বোলার মহম্মদ শামির হাত থেকে ক্যাপ পান তিনি। বয়স কম হলেও দারুণ পরিপক্কতা দেখালেন তিনি। শুরুটা তাঁর জন্য ভাল হয়নি। ফিল সল্টের বিরুদ্ধে এক ওভারে ২৬ রান খরচ করার পরেও তিনি ঘাবড়ে যাননি। বরং সাত ওভার হাত ঘুরিয়ে ৫৩ রানের বিনিময়ে তিনি উইকেট নিলেন তিনি। গড়লেন ইতিহাসও। গত বছর পারথে নিজের প্রথম টেস্ট ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধেই টি-টোয়েন্টিতে কনকাশন সাব হিসাবে নেমে তিনি উইকেট নেন। ওয়ান ডে অভিষেতেও এল তিন উইকেট। প্রথম ভারতীয় বোলার হিসাবে তিন ফর্ম্যাটেই নিজের অভিষেক ইনিংসে তিন উইকেট নিলেন তিনি।
কেরিয়ারের বিচারে রানার ঠিক অপর প্রান্তে দাঁড়িয়ে রবীন্দ্র জাডেজা। কেরিয়ারের সায়াহ্নে এসেও অবশ্য বল হাতে তাঁর ঝাঁঝ এতটুকুও কমেনি। তিনি এখনও নিজের স্পিন ভেল্কিতে প্রতিপক্ষকে নাকানি চোবানি খাওয়াতে পটু। নয় ওভারে মাত্র ২৬ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের সম্ভবত সেরা ব্যাটার জো রুটকে ফেরান তিনিই। এই ম্যাচে যেন ২০১৩ সালের রিপিট টেলিকাস্ট দেখা গেল। সেইবারের মতো এবারও জো রুটকে আর্ম বলে সাজঘরে ফেরান জাডেজা। তবে জেকব বেথেলকে আউট করেই তিনি ইতিহাস গড়েন।
বেথেল ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডেতে জাডেজার ৪১তম শিকার। ভারত-ইংল্যান্ডের ওয়ান ডে দ্বৈরথে এত উইকেট নেওয়ার কৃতিত্ব আর কারুর নেইয এতদিন জেমস অ্যান্ডারসনের দখলে এই নজির ছিল, তবে এবার সেই রেকর্ডের নয়া মালিক জাডেজা। মূলত তাঁর ও রানার বোলিংয়ে পারফরম্যান্সে ভর করেই ইংল্যান্ডকে ২৪৮ রানে আটকে রাখতে সক্ষম হয় ভারত। এবার টিম ইন্ডিয়া ম্যাচ জিতে ১-০ এগোতে পারে কি না, সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজ়ের দল থেকে সরল বুমরার নাম, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারকার খেলা নিয়ে ধোঁয়াশা
আরও দেখুন