জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। পাকিস্তানে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পিসিবি (PCB)। আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান শুরু বাংলাদেশের বিরুদ্ধে। আর তার ঠিক তিনদিন পরেই ভারত-পাকিস্তান (IND vs PAK) মহারণ।
হাই ভোল্টেজ ইন্দো-পাক ডুয়েলের আগে ফের একবার চলে এল ২০২২ টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের প্রসঙ্গ। মেলবোর্নে বিরাট কোহলির ৮২ রানের ইনিংসে ভর করে ভারত জিতেছিল প্রেস্টিজ ফাইট। কোহলি জোড়া ছক্কা হাঁকিয়ে ছিলেন পাক পেসার হ্যারিস রউফকে। কোহলির ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল বাইশ গজ। আইসিসি বলেছিল, কোহলির শট ছিল শতকের সেরা। নেটপাড়ায় এই ম্যাচ নিয়ে প্রচুর কিছু লেখা হয়েছিল। বলা হয়েছিল যে, কোহলি নাকি বিদ্রুপ করেছিলেন হ্যারিসকে।
আরও পড়ুন: রোহিতদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি থেকে নেটপাড়ায় ধরল দাউদাউ করে আগুন…
এবার ভারত-পাকিস্তান ম্যাচের আগে টেলিকম এশিয়া স্পোর্টে দেওয়া সাক্ষাত্কারে পাক পেসার বলেন,’কোহলি কখনই ওই ছয়ের প্রসঙ্গে একটি কথাও বলেন। সোশ্যাল মিডিয়ায় সমস্ত আলোচনা আসলে আবর্জনা। প্রত্যেকে কোহলিকে তাঁর ব্যাটিংয়ের জন্য প্রশংসা করেছে এবং সে বিশ্বমানের খেলোয়াড়। সবসময় তাঁর সঙ্গে মজাদার বন্ধনে থাকি। কোহলির বিশ্বমানের ব্যাটিং যে কোনও বোলারের কাছে কঠিন চ্যালেঞ্জের। আমার ক্ষেত্রেও তাই। তবে আমি সেই চ্যালেঞ্জ উপভোগ করি। আমরা যখন রবিবার দুবাইয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নামব, তখনও তা চ্যালেঞ্জিংই হবে। কোহলিকে বল করার সর্বোত্তম জিনিস হল যে, আপনি অনেক কিছু শিখতে পারেন।’
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অন্তিম মহড়া হিসেবে পাকিস্তান-নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজ খেলেছে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়ে হ্যারিস রউফ চোট পেয়েছিলেন। মনে করা হচ্ছিল তিনি সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না। আগামিকাল, মঙ্গলবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির বোধন। তার আগে হ্যারিস বলছেন, ‘আমি ভালো ভাবে সুস্থ হয়ে উঠছি। ট্রেনিং সেশনে গতিতে বল করেছি, তাই বুধবারের জন্য ভালই আছি। নিজেকে নিয়ে সন্তুষ্ট, তবে আমার দলে অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান স্কোয়াড হয়েছে মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), সলমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, সৌদ শাকিল, কামরান গুলাম, খুশদিল শাহ, তৈয়ব তাহির, উসমান খান, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ, মহম্মদ হাসনাইন ও আবরার আহমেদকে নিয়ে। পেস ট্রায়ো হিসেবে রয়েছেন হ্যারিস-শাহিন-নাসিম।
আরও পড়ুন: ‘বাবার ফোনের পরই…’, অপ্রত্যাশিত ধাক্কা রোহিতদের! দেশে ফিরলেন ১৫০০ উইকেটের মালিক
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)