NOW READING:
৬ বছর পর ঘরোয়া ক্রিকেটে খেলবেন হার্দিক, কোন টুর্নামেন্টে?
November 20, 2024

৬ বছর পর ঘরোয়া ক্রিকেটে খেলবেন হার্দিক, কোন টুর্নামেন্টে?

৬ বছর পর ঘরোয়া ক্রিকেটে খেলবেন হার্দিক, কোন টুর্নামেন্টে?
Listen to this article


বঢোদরা: মাঝে আর মাত্র দিন দুয়েক সময়। ২৩ নভেম্বর শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি টি-২০ (Syed Mushtaq Ali Trophy (SMAT) 2024)। আর ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত নিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। দাদা ক্রুণাল পাণ্ড্যর (Krunal Pandya) নেতৃত্বে বঢোদরার হয়ে খেলবেন হার্দিক।

২৪ ও ২৫ নভেম্বর জেড্ডায় বসছে আইপিএল নিলামের আসর। তার ঠিক আগের দিন শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট। প্রায় ৬ বছর পর ঘরোয়া ক্রিকেটের কোনও টুর্নামেন্টে খেলবেন হার্দিক। ২০১৮-১৯ মরশুমে শেষবার বঢোদরার জার্সিতে দেখা গিয়েছিল হার্দিককে। সেবার রঞ্জি ট্রফিতে খেলেছিলেন হার্দিক। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে হার্দিক শেষ খেলেছিলেন ২০১৬ সালে। উত্তর প্রদেশের বিরুদ্ধে সেই ফাইনাল ম্যাচ হার্দিকের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তারপরই টি-২০ ক্রিকেটে উত্থান হার্দিকের। সেই ফাইনাল ম্যাচের এক সপ্তাহের মধ্যে ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয় বঢোদরার অলরাউন্ডারের।

কেন এতদিন ঘরোয়া ক্রিকেটে দেখা যায়নি হার্দিককে? কখনও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকার জন্য, কখনও বা চোট আঘাতে জর্জরিত হয়ে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এখন বেশ কঠোর। জানিয়েই দিয়েছে যে, বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ না থাকলে ঘরোয়া টুর্নামেন্টে খেলতে হবে। তারপরই সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের জন্য বঢোদরা দলে রাখা হল হার্দিককে।

গত মরশুমে ক্রুণাল পাণ্ড্যর নেতৃত্বে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল বঢোদরা। তবে মোহালিতে ফাইনালে পাঞ্জাবের কাছে হারতে হয়েছিল। এবার দলে হার্দিকের অন্তর্ভুক্তি তাদের আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। গ্রুপ বি-তে তামিলনাড়ু, গুজরাত, কর্নাটকের মতো শক্তিশালী দল রয়েছে বঢোদরার সঙ্গে। রয়েছে উত্তরাখণ্ড, সিকিম ও ত্রিপুরার নামও।

গত মাসেই আইপিএলের রিটেনশন তালিকায় রাখা হয়েছিল হার্দিককে। তারপরই ঘরোয়া ক্রিকেটে নেমে পড়ছেন হার্দিক। তবে ক্রুণাল পাণ্ড্যকে ছেড়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। তিনি নিলামে উঠবেন।                        

আরও দেখুন



Source link