জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্তর্জাতিক হোক বা ঘরোয়া ক্রিকেট, হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) একটাই মিশন, মেরে বোলারদের তক্তা বানিয়ে দেওয়া। বিশ্বের এক নম্বর টি-২০ আন্তর্জাতিক অলরাউন্ডার বুঝিয়ে দিলেন যে, তিনি কতটা বিধ্বংসী হতে পারেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT 2024), ইন্দোরের হোলকার স্টেডিয়ামে হার্দিক খেলতে নেমেছিলেন ক্রুনাল পান্ডিয়ার বরোদার হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে (Baroda vs Tamil Nadu)।
আরও পড়ুন: নিলামে কেউ নেয়নি, প্রত্যাখ্যানের প্রত্যুত্তরে ১০০-র বিশ্বরেকর্ড! গেইল-পন্থও পারেননি
শাহরুখ খানের তামিলনাড়ু প্রথমে ব্য়াট করে ৬ উইকেটে ২২১ রান তুলেছিল ২০ ওভারে। জবাবে শেষ বলের থ্রিলারে বরোদা তিন উইকেটে ম্য়াচ জিতে নেয়। ম্য়াচের সব আলো একাই কেড়ে নিয়েছিলেন হার্দিক। ছয়ে নেমে হার্দিকের ব্য়াট থেকে এসেছে ৩০ বলের ঝোড়ো ৬৯ রানের ইনিংস। কোনও বোলারকেই তিনি রেয়াত করেননি ইন্দোরে। ৪টি চার ও ৭টি ছয়ে নিজের ইনিংস সাজান হার্দিক। ২৩০.০০-র স্ট্রাইক রেটে ব্য়াট করেছেন তিনি।
বিরাট কোহলিকে নেটে আউট করে নজরে এসেছিলেন গুরযপনীত সিং। চেন্নাই সুপার কিংস নিলামে ২৬ বছরের পঞ্জাবি পেসারকে ২ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে। তামিলনাড়ুর হয়ে এই ম্য়াচে খেলেছেন গুরযপনীত। তিনি ৩ ওভার বল করে ৪৪ রান হজম করেছেন। তার মধ্য়ে এক ওভারেই তিনি ২৯ রান হজম করেছেন। হার্দিকের বেদম প্রহারে তিনি দিশাহীন হয়ে পড়েছিলেন। হার্দিক তাঁকে পরপর চার ছক্কা ও এক চার মারেন। গুরযপনীত একটি নো বলও করেছেন। তিনি বুঝতেই পারছিলেন না যে, কোথায় বল করবেন হার্দিককে!
আরও পড়ুন: অবিশ্বাস্য ঐতিহাসিক রেকর্ড! ৫৫০০% বেতন বৃদ্ধি এই ভারতীয়র, ধারণাতেও আসবে না সেই নাম
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)