মুম্বই: আইপিএলে (IPL 2025) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) চলতি বছর রিটেন করেছে হার্দিক পাণ্ড্য়কে (Hardik Pandya)। শুধু তাইই নয়, গত মরশুমে ঝামেলার পরও আসন্ন মরশুমের জন্য হার্দিককেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে তাঁরা। এমনকী রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাকেও রিটেন করেছে টুর্নামেন্টের অন্য়তম সফল ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সূত্রের খবর, হার্দিক পাণ্ড্যকে ছাড়াই আইপিএলের অভিযান শুরু করতে হতে পারে মুম্বই শিবিরকে। কিন্তু কেন জানেন?
আসলে, ২০২৪ সালে অর্থাৎ চলতি বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের শেষ ম্য়াচে একটি ভুল করেছিলেন হার্দিক। যার জন্য় তাঁকে এক ম্য়াচ নির্বাসিত করা হয়েছিল। ফলে আগামী মরশুমে মুম্বইয়ের প্রথম ম্য়াচে বঢোদরার অলরাউন্ডারকে ছাড়াই মাঠে নামবে মুম্বই শিবির। হার্দিক মুম্বইয়ের অধিনায়ক। তিনি চলতি বছর আইপিএলে মুম্বইয়ের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় নির্ধারিত সময়মত ২০ ওভার পূরণ করতে পারেননি। এরপরই আইপিএলের গর্ভনিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী ৩০ লক্ষ টাকা জরিমানা ও অধিনায়ক হার্দিককে এক ম্য়াচের জন্য নির্বাসিত করা হয়েছে। এই বছরে নিজেদের লিগ পর্যায়ে মুম্বই শেষ ম্য়াচ খেলেছিল লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে।
গত আইপিএলে স্লো ওভার রেটের কারণে আইপিএলে শাস্তির কবলে পড়েছেন শুধু হার্দিক নন, ঋষভ পন্থও। তাঁকেও এক ম্যাচ নির্বাসিত করা হয়েছিল। যার জন্য আরসিবির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্য়াচে দিল্লির জার্সিতে মাঠে নামতে পারেননি বাঁহাতি উইকেট কিপার ব্য়াটার।
রিটেনশন পর্বে টুর্নামেন্টে পাঁচ খেতাবজয়ী আরেক দল মুম্বই ইন্ডিয়ান্স নিয়েই আগ্রহ কম ছিল না। গত মরশুমে নেতৃত্ব বদল, দল সবার নীচে শেষ করা, অন্দরমহলে ঝগড়া, নানাবিদ রিপোর্টে সামনে এসেছিল। জোর জল্পনা ছিল সিনিয়র ক্রিকেটারদের অনেকেই এবারের নিলামে উঠবেন, থাকবেন তাঁরা পল্টনে। তবে সেই জল্পনাকে ১০ গোল দিয়ে রোহিত, হার্দিক, সূর্য, বুমরা অর্থাৎ দলের ভিত ধরে রেখেছে তাঁরা। মায়ানগরীর ফ্র্য়াঞ্চাইজির হাতেএখনও নিলামে খরচের জন্য রয়েছে আরও ৪৫ কোটি।
সবচেয়ে বেশি নজর ছিল এই ফ্র্যাঞ্চাইজির ওপর। স্বাভাবিকভাবেই তারাও চমক দিয়েছে। রোহিত শর্মাকে ১৬.৩০ কোটি টাকা মূল্যে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও ক্যাপ্টেন হার্দিককে ১৬.৩৫ কোটি ও সূর্যকুমার যাদবকেও সমসংখ্যক মূল্যে রিটেন করেছে দল। সবচেয়ে বেশি জসপ্রীত বুমরা ১৮ কোটি টাকা পাবেন। তিলক ভার্মা ৮ কোটি টাকা পাবেন।
আরও পড়ুন: প্রথমবার শাহরুখ দর্শনেই কী করেছিলেন কামিন্স, জানেন?
আরও দেখুন