NOW READING:
Harbhajan Singh | S Sreesanth: ‘আমিও মানুষ, ভগবান না’! ১৭ বছর পর ক্ষমা চাইলেন হরভজন, বললেন ভুল হয়েছে…
March 31, 2025

Harbhajan Singh | S Sreesanth: ‘আমিও মানুষ, ভগবান না’! ১৭ বছর পর ক্ষমা চাইলেন হরভজন, বললেন ভুল হয়েছে…

Harbhajan Singh | S Sreesanth: ‘আমিও মানুষ, ভগবান না’! ১৭ বছর পর ক্ষমা চাইলেন হরভজন, বললেন ভুল হয়েছে…
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং (Harbhajan Singh) সোশ্যাল মিডিয়ায় স্বীকার করলেন যে, ২০০৮ সালের আইপিএলে এস শ্রীসন্থকে চড় মারা তার ভুল ছিল। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের পরে ঘটে যাওয়া এই ঘটনাটির জন্য হরভজনকে ১১ টি ম্যাচে সাসপেন্ড করা হয়।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং স্বীকার করেছেন যে ২০০৮ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এর মরসুমে এস শ্রীসন্থকে (Sreesanth) চড় মেরে তিনি ভুল করেছিলেন । 

হরভজন-শ্রীসন্থের ঘটনাটি আইপিএলের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত ঘটনাগুলির মধ্যে একটি । টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী মরসুমে মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস নামে পরিচিত) এবং মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের পরে এটি ঘটেছিল। সোশ্যাল মিডিয়ায় তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, হরভজন এর উত্তরে বলেন – ‘এটা ঠিক ছিল না ভাই। এটা আমার ভুল ছিল। এটা করা উচিত হয়নি। গালতি হুই ইনসান হু  ভগবান নাহি’। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন। 

 March 30, 2025

২০০৮ সালের আইপিএলে শ্রীসন্থ মুম্বইয়ের বিরুদ্ধে পাঞ্জাবের হয়ে খেলেছিলেন, এবং তার দলের হয়ে অসাধারণ পারফর্মেন্স দেখিয়েছিলেন। এরপর খেলোয়াড়রা মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময়, মুম্বইয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক হরভজন, শ্রীসন্থকে থাপ্পড় মারেন। পরে এই ফাস্ট বোলারকে টেলিভিশনে সরাসরি কান্নারত অবস্থায় দেখা যায়। তার সতীর্থরা তাকে সান্ত্বনা দেন।
ঝগড়ার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে জানা গিয়েছে যে, শ্রীসন্থ মাঠে কিছু মন্তব্য করে হরভজনকে উস্কে দিয়েছিলেন। যার ফলে মারাত্মক পরিণতি ঘটে। হরভজনকে তাৎক্ষণিকভাবে আইপিএলের বাকি ম্যাচ থেকে বরখাস্ত করা হয় এবং পরে তাকে ১১ টি ম্যাচে সাসপেন্ড দেওয়া হয়। একটি শৃঙ্খলা সংক্রান্ত অন্তর্বর্তী কমিটির শুনানিতে তাকে অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং তার ম্যাচ ফিও বাজেয়াপ্ত করা হয়। 

যদিও উভয় খেলোয়াড়ই অবশেষে সমঝোতা করে। হরভজন ক্ষমা চেয়ে নিয়েছেন, সর্বশেষ সোশ্যাল মিডিয়া পোস্ট সহ, এই বিতর্কটি আইপিএল ইতিহাসে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন, দুজনেই খেলা থেকে অবসর নিয়েছেন এবং বিশেষজ্ঞ হিসেবে কমেন্ট্রি করা শুরু করেন। বর্তমানে শ্রীসন্থ ও হরভজন ভালো সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন:  শ্যুটিংয়ে তুমুল শোরগোল; কেন জয়দীপের প্রতিষ্ঠান ছাড়ার হিড়িক? বিপাকে অলিম্পিয়ান

আরও পড়ুন:  পুরুষত্বহীনতায় ভুগছিলেন ওয়ার্ন? ঘরে ‘কামাগ্রা’র বোতল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link