NOW READING:
Madhyamik 2025: ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’! মাধ্যমিকের দিনই ঘরে ঝুলছে কিশোরীর দেহ…
February 10, 2025

Madhyamik 2025: ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’! মাধ্যমিকের দিনই ঘরে ঝুলছে কিশোরীর দেহ…

Madhyamik 2025: ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’! মাধ্যমিকের দিনই ঘরে ঝুলছে কিশোরীর দেহ…
Listen to this article


রণয় তিওয়ারি: ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা এটি। পরীক্ষার আগে প্রত্যেক ছাত্রছাত্রীর টেনশন, অনুভূতি কাজ করে। অনেকেই পরীক্ষার আগের দিন সারারাত জেগে পড়াশোনা করে। আবার অনেকেই নিজের টেনশন নিয়ন্ত্রণ রাখতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিন্তু বাকিদের মত তিনি তা করলেন না। মাধ্যমিকের আগের দিন ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কিশোরীর দেহ। 

জানা গিয়েছে, গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায় ওই কিশোরীকে। সোমবার সকালে ঘটনাটি ঘটে কসবা থানা এলাকার শরৎ ঘোষ গার্ডেন রোডে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ১৬ বছর বয়সী ওই কিশোরী, ঢাকুরিয়ার এ কে মিত্র স্কুলের ছাত্রী।

আরও পড়ুন:Road Accident: বাড়ি ফেরা আর হল না, খালে পড়ে দেহ! বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক মৃত্যু দুই বন্ধুর…

তদন্তে পুলিস জানতে পারে, গতকাল রাতে ওই কিশোরী দেরি করে রাতে বাড়ি ফেরে। এই নিয়ে বকাবকি করে তাঁর মা। তারপরের দিনই চরম সিদ্ধান্ত নেন ওই কিশোরী। সকালে পরিবারের সদস্যরা দেখেন, গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে সে। এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে লেখা রয়েছে, কিশোরীর মৃত্যুর জন্য কেউই দায়ী নয়। গোটা পরিবারে শোকের ছায়া। হঠাত্‍ মায়ের বকুনিতেই এমন চরম সিদ্ধান্ত নিল মেয়ে। নাকি এর পিছনে লুকিয়ে অন্য কোনও কারণ। তদন্তে পুলিস।

Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

প্রসঙ্গত, অন্যদিকে বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ধরা পড়ল দিদি! যে নিজে একজন কলেজ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীচতলায়। চণ্ডীতলা গরলগাছা গার্লস হাইস্কুলের এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকদের। অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মুখের অমিল থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য।

আরও পড়ুন:Delhi Horror: ভয়ংকর! বাসে খাবার পড়ে যাওয়ায় যুবককে বেধড়ক মার, গোপনাঙ্গে লোহার রড…

জানা গেছে কুমিরমোরা আর কে এন হাইস্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তার দিদি। পরীক্ষার হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভুয়ো। তারপরই তাকে পরীক্ষাকেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চন্ডীতলা থানার পুলিস।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link