জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হ্যালি বেরি (Halle Berry) এবং অ্যাড্রিয়েন ব্রডি (Adrien Brody), ২০০৩ সালে অস্কারের মঞ্চে তাঁদের আইকনিক চুম্বন ঝড় তুলেছিল বিনোদন দুনিয়ায়। ছড়িয়েছিল বিতর্কও। সেই চুম্বন ফিরে এল ২০২০ সালে অস্কারে, তবে এবার মঞ্চে নয়, রেড কার্পেটে।
আরও পড়ুন- Oscars 2025: অস্কারের মঞ্চে আচমকা হিন্দিতে বলে উঠলেন সঞ্চালক কোনান ও’ব্রায়েন, ভাইরাল ভিডিয়ো…
মুহূর্তটি ছিল ২০০৩ সালের অস্কারের, যখন ব্রডি, যিনি সবেমাত্র দ্য পিয়ানোস্টের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন, মঞ্চে উঠেই অ্যাওয়ার্ড উপস্থাপিকা বেরিকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট রেখে অবাক করে দিয়েছিলেন দর্শকদের। অস্বস্তিতে পড়ে যেতে দেখা যায় হ্যালি বেরিকেও। বিতর্ক ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।
২২ বছর পর সেই বিতর্ক ফের উসকে দিলেন হ্যালি বেরি ও অ্যাড্রিয়েন ব্রডি। রেড কার্পেটে ব্রডি যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন তাকে অবাক করে দেন হ্যালি। রূপালী গাউন পরা অভিনেত্রী আচমকাই তাঁকে জড়িয়ে ধরে লিপ কিস করেন। সাক্ষাত্কারের মাঝেই তাঁকে মজার ছলে আটকে তাঁকে জড়িয়ে কিস করেন হ্যালি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
অপ্রত্যাশিত মুহুর্তে উপস্থিত সকলের মুখে বিস্ময় ও হাসি একসঙ্গে। ব্রডির বান্ধবী, জর্জিনা চ্যাপম্যানকেও দর্শকদের সঙ্গে হাততালি দিতে এবং হাসতে দেখা যায়। বেরি যখন হাসিমুখে চ্যাপম্যানের দিকে ফিরেছিলেন, তখন তিনি মজা করে বলেছিলেন, “আমি দুঃখিত!” এই কথায় উল্লাসে ফেটে পড়েন উপস্থিত সকলেই।
আরও পড়ুন- Suniel Shetty: ‘শুয়ে পড়ো, না হলে গুলি করব’, আমেরিকায় পুলিসের হাতে আটক সুনীল শেট্টি…
প্রসঙ্গত, ২২ বছর পর ফের সেরা অভিনেতা হিসাবে অস্কার পেলেন অ্যাড্রিয়েন ব্রডি। দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কার পান তিনি। আজ সকালে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে হয়ে গেল এবছরের অস্কার পুরস্কারের অনুষ্ঠান। সেখানেই দ্বিতীয়বার অস্কার উঠল ব্রডির হাতে। এর আগে চলতি বছর একই সিনেমার জন্য গোল্ডেন গ্লোবেও সেরা অভিনেতা হয়েছেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours