পূর্ব মেদিনীপুর: তমলুকের পর এবার হলদিয়া, আজ হাইকোর্টের অনুমতি নিয়ে ফের শুভেন্দুর মিছিল। দোলে অশান্তির অভিযোগে ফের পথে বিরোধী দলনেতা। রাজ্যজুড়ে সনাতনীদের ওপর আক্রমণের অভিযোগে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। এদিন শুভেন্দু বলেন, ‘ঝাঁটা গেছে, একেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে।’
এদিন শুভেন্দু বলেন, ‘বিধানসভায় বিরোধী দলনেতাকে বাইরে রেখে দুটি বিল পাস করানো হয়েছে। পাস করানো হয়েছে শিল্প বিল। মমতা বন্দ্যোপাধ্যায় ২ কোটি ১৫ লক্ষ বেকার তৈরি করেছেন।বাংলায় তোষণের রাজনীতি চলছে, মুসলিম লিগ ২ সরকার। প্রয়াগরাজে ৬৬ কোটি হিন্দু গেছেন, মমতা বলছেন মৃত্যুকুম্ভ। মহাকুম্ভের কুম্ভস্নানে ভয় পেয়েছে, হিন্দু বিরোধী তৃণমূল ভয় পেয়েছে। ঐক্যবদ্ধ না হলে এই বাংলা বাংলাদেশে পরিণত হবে।’
আরও দেখুন