অয়ন শর্মা: গিয়ান বার সিনড্রোমে আক্রান্তদের নমুনা পরীক্ষায় লক্ষ্য করা গেল নির্দিষ্ট ২ ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাসের উপস্থিতি। গতকালই পুণে থেকে গিয়ান বার সিনড্রোমে আক্রান্তদের নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের ৭ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আক্রান্তদের রক্ত এবং মলের নমুনা সংগ্রহ করে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি ল্যাবে পাঠানো হয়।
আইসিএমআর সুত্রে খবর, সংগ্রহ করা নমুনার মধ্যে ৪০ শতাংশের শরীরের গিয়াব বার সিন্ড্রোমের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। ২১টি নমুনার মধ্যে ৪ জনের মলে ক্যাম্পিলোব্যাকটার জেমিনি ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখা দিয়েছে। আর কিছুজনের ক্ষেত্রে নোরো ভাইরাসের উপস্থিতি দেখা গিয়েছে। প্রসঙ্গত, গিয়ান বার সিনড্রোমের বাড়বাড়ন্ত রুখতে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে একটি উচ্চ পর্যায়ের মাল্টি ডিসিপ্লানারি টিম গঠন করা হয়েছে। ৭ সদস্যের সেই প্রতিনিধিদল মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথভাবে কাজ করছে। প্রতিনিধি দলে রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির ৩ বিশেষজ্ঞ, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিনিধিরা।
ওদিকে গিয়ান বার সিন্ড্রোম নিয়ে সতর্ক রাজ্যের স্বাস্থ্য দফতরও। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, বিভিন্ন মেডিকেল কলেজের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। রাজ্যের প্রত্যেকটি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে যে গিয়ান বার সিন্ড্রোমে আক্রান্ত কেউ ভর্তি হলে, তৎক্ষণাৎ সেই তথ্য স্বাস্থ্য ভবনকে পাঠাতে হবে। প্রতিনিয়ত তাদের শারীরিক অবস্থা কেমন থাকছে তার আপডেট দিতে হবে স্বাস্থ্য ভবনকে। জেলার ক্ষেত্রে প্রত্যেক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নজর রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন, Guillain–Barre Syndrome: ভয় ধরাচ্ছে গিয়ান বার সিনড্রোম! কোন ইঞ্জেকশনে সারে এই বিরল স্নায়ুরোগ? দাম কত…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)