জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) -এর পঞ্চম ম্যাচে গুজরাট টাইটান্স পঞ্জাব কিংস-এর মুখোমুখি। আইপিএল মরসুমে আগামী দুই মাসে ১৩টি শহরে ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর যথাক্রমে ২০ এবং ২১ মে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। কোয়ালিফায়ার ২, ২৩ মে এবং ফাইনাল ২৫ মে কলকাতায় অনুষ্ঠিত হবে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
সবরমতী তীরে ওয়ান ডে বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়েছিল দুইদলের অধিনায়কের। আজ সন্ধ্য়ায় জয়ের হাসি কার ভাগ্য়ে?
গত বারের লিগ জিতেছিল কিং খানের দল। সেই দলেই অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। বর্তমানে দারুণ ছন্দে আছেন শ্রেয়স।সম্প্রতি অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দিত্বীয় সর্বোচ্চ রানারের খেতাব অর্জন করেছেন। এবার পন্জাবের হয়ে অধিনায়কত্ব করবেন তিনি। এই বছর সম্পূর্ণ নতুন দল নিয়ে হাজির পঞ্জাব কিংস। গ্লেন ম্যাক্সওয়েল ও শশাঙ্ক সিং এর মত তারকারা মিডল অর্ডারকে শক্তিশালী করবে। পাশাপাশি যুজবেন্দ্র চাহাল ও অর্শদীপ প্রথম খেলায় গুরুত্বপূর্ণ স্পিনার হিসেবে প্রভাব ফেলতে পারেন।এছারাও দলে পাঁচজন অস্ট্রেলিয়ান বিদেশি খেলোয়াড় রয়েছেন।সবমিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ দল বলে মনে হচ্ছে। ট্রফির খরা কাটিয়ে গুজরাটের বিরুদ্ধে জিতে খাতা খুলতে চায় পঞ্জাব।
জমি ছাড়তে নারাজ গুজরাটও। জিটি-র নতুন সংযোজন জস বাটলার, অধিনায়ক শুভমান গিলের সাথে উদ্বোধনী জুটি তৈরি করতে পারেন। রশিদ খান গত কয়েক বছর ধরে জিটি-র হয়ে নিয়মিত পারফর্ম করে আসছেন। তিনি একজন স্পিনার হিসেবে খেলতে পারেন এবং ব্যাটসম্যান হিসেবে কিছু বড় হিটও দেখাতে পারেন।দলে থাকছেন রাবাদা, সিরাজ ও প্রসিধ কৃষ্ণার মত পেসারাও। এর আগে গুজরাট ও পাঞ্জাব মোট ৫ টি ম্য়াচে মুখোমুখি হয়েছে, যেখানে ৩ ম্য়াচে গুজরাট ও ২ ম্য়াচে পাঞ্জাব জয়ী। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচে সহজেই ২০০ রান উঠবে বলে আশা করা যায়। এই পিচ ধারাবাহিকভাবে বাউন্স দেয়। পেসাররা শুরুতে কিছুটা নড়াচড়া করতে পারলেও, ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পিচ ধীর হয়ে যায়, যা স্পিনারদের খেলার সুযোগ করে দেয়।
ম্য়াচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ-
গুজরাট টাইটানস-
জস বাটলার (উইকেটরক্ষক), শুভমন গিল (সি), সাই সুধারসন, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, আর তেওয়াতিয়া, কে রাবাদা, প্রসিধ কৃষ্ণা, সিরাজ
ইমপ্যাক্ট সাব: ইশান্ত শর্মা
পঞ্জাব কিংস –
পি সিমরান সিং (উইকেটরক্ষক), এস আইয়ার (সি), জেপি ইংলিস, এন ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, এমপি স্টোইনিস, এম জানসেন , অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, ওয়াইএস ঠাকুর
ইমপ্যাক্ট সাব: বিষ্ণু বিনোদ।
আরও পড়ুন: Tiger Woods: টাইগার জিন্দা হ্যায়! ট্রাম্পের প্রাক্তনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন গলফ-লেজেন্ড…
আরও পড়ুন: WATCH | IPL 2025 | Harbhajan Singh Controversy: ঠিক যেন কালো ট্যাক্সি! আর্চারকে বর্ণদ্বেষী বাণ মেরে বিপদে ভাজ্জি…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)