NOW READING:
দল হারলেও বল হাতে আইপিএলে নজির গড়লেন রশিদ, টপকে গেলেন ভারতীয় কিংবদন্তিকে
March 26, 2025

দল হারলেও বল হাতে আইপিএলে নজির গড়লেন রশিদ, টপকে গেলেন ভারতীয় কিংবদন্তিকে

দল হারলেও বল হাতে আইপিএলে নজির গড়লেন রশিদ, টপকে গেলেন ভারতীয় কিংবদন্তিকে
Listen to this article


আমদাবাদ: আঠারোতম আইপিএলে নিজেদের প্রথম ম্য়াচে হারতে হয়েছে গুজরাত টাইটান্সকে। ঘরের মাঠ আমদাবাদেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হার হজম করতে হয়েছে শুভমন গিলের দলকে। তবে দল হারলেও ব্যক্তিত মাইলস্টোন ছুঁয়ে ফেললেন রশিদ খান (Rashid Khan)। দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার রশিদ। মঙ্গলবার ম্য়াচ জেতাতে পারেননি যদিও। কিন্তু বল হাতে উইকেট তুলেছেন। আর একই সঙ্গে আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ১৫০ উইকেটের মালিক হয়ে গেলেন আফগানিস্তান অলরাউন্ডার। তাঁর আগে শুধু রয়েছেন লসিথ মালিঙ্গা ও যুজবেন্দ্র চাহাল। 

পাঞ্জাবের বিরুদ্ধে ম্য়াচে নিজের ৪ ওভারের স্পেলে ১ উইকেট নিলেও ৪৮ রান খরচ করেন রশিদ। আর তার সঙ্গে সঙ্গেই ১৫০ আইপিএল উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন আফগান তারকা। নিজের এই মাইলস্টোনে পৌঁছতে সময় নিয়েছেন ১২২ ইনিংস। তাঁর আগে যুজবেনদ্র্ চাহাল ১০৮ ইনিংস সময় নিয়েছিলেন দেড়শো উইকেট নেওয়ার ক্ষেত্রে। অন্য়দিকে যুজবেন্দ্র চাহাল সময় নিয়েছেন ১১৮ ইনিংস সময়। তবে রশিদ টপকে গিয়েছেন জসপ্রীত বুমরাকে।  মুম্বই তারকা আইপিএলে তাঁর দেড়শো উইকেটের গণ্ডি পূরণ করেছিলেন ১২৪ ইনিংসে। অর্থাৎ দুটো ইনিংস কম খেলেই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন রশিদ।

মঙ্গলবার প্রথমে ব্যাটিং করতে নেমে এদিন প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাবের শুরুটা খুব একটা ভাল হয়নি। প্রভসিমরণ সিংহ মাত্র পাঁচ রানেই সাজঘরে ফেরেন। তবে অপর ওপেনার প্রিয়াংশ আর্য কিন্তু নিজের প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমে নিজের স্বাভাবিক মেজাজে ব্যাটিং করেন। একের পর এক বল বাউন্ডারি পার করান। তবে দুর্ভাগ্যবশত অর্ধশতরানের দোরগোড়ায়, ৪৭ রানে তাঁকে সাজঘরে ফিরতে হয়। রশিদ খান গুজরাতকে সাফল্য এনে দেন। ওমরজ়াই স্বদেশীয় রশিদকে ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করলেও ১৬ রানের বেশি করতে পারেননি তিনি। তার ঠিক পরের বলেই খাতা খোলার আগে সাজঘরে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। পরপর দুই বলে সাই কিশোর দুই বিদেশিকে ফেরানোয় ম্যাচের রাশ কিন্তু গুজরাতের হাতেই এসে গিয়েছিল। পাঞ্জাবের ইনিংস টেনে দলকে আড়াইশোর দোরগোড়ায় পৌঁছে দেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও শশাঙ্ক সিংহ। রান তাড়া করতে নেমে গিল ও গিল ও সুদর্শন ওপেনিংয়ে ৬১ রানের যোগ করেন। গিল ফিরে যাওয়ার পর বাটলার এসেও চালিয়ে খেলে অর্ধশতরান করেন। তবে ম্য়াচ জেতাতে পারেননি কেউই।

আরও দেখুন



Source link