NOW READING:
Man shots Son | আশিতে ফের বিয়ে করতে চান বৃদ্ধ! ছেলে আপত্তি করায় একগুলিতে সাবাড়…
March 13, 2025

Man shots Son | আশিতে ফের বিয়ে করতে চান বৃদ্ধ! ছেলে আপত্তি করায় একগুলিতে সাবাড়…

Man shots Son | আশিতে ফের বিয়ে করতে চান বৃদ্ধ! ছেলে আপত্তি করায় একগুলিতে সাবাড়…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই ৮০র বৃদ্ধার বৃদ্ধাশ্রমে জীবনের শেষ ইচ্ছে ওয়াইন খাওয়ার খবর ভাইরাল হয়েছিল। আর এবার আরও এক ৮০ র বৃদ্ধের খবর সামনে এসেছে। তবে এ বিশেষ সুখবর নয়। জীবনের অন্তিম লগ্নে মানুষ এমন কিছু করে বসে যার উত্তর খুঁজে পাওয়া মুশকিল হয়। গুজরাটের রাজকোট শহর এমনই অদ্ভুত আর মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কিছুদিন আগেই। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন  Google News

৮০ বছরের বৃদ্ধ রাম বরিচা, দীর্ঘদীন ধরেই একাকিত্বে ভুগছিলেন। ২০ বছর আগে তার স্ত্রীর মৃত্যু হওয়ার পর থেকেই, রাম বরিচা একাই থাকতেন রাজকোটের গীতানগর এলাকার জ্যাসডনের একটি বাড়িতে। পাশের বাড়িতেই থাকতেন তাঁর ছেলে প্রতাপ বরিচা, তার স্ত্রী জয়া বরিচা এবং নাতি জয়দেব বরিচা। দীর্ঘ একাকীত্ব ৮০ বছরের বৃদ্ধকে পাগল করে তুলেছিল। 

আরও পড়ুন: মালিক মজে ফোনে, গুটিগুটি ঢুকে ঘুমন্ত পোষা কুকুর তুলে নিয়ে গেল লেপার্ড!

এই একাকীত্ব সহ্য করতে না পেরে তিনি দ্বিতীয় বিয়ে করবেন বলে মনস্থির করেছিলেন। কিন্তু ছেলে, ছেলের বউ এবং পরিবারের বাকি সদস্যরা, কেউই তাঁদের বাবার এই সিদ্ধান্তে খুশি ছিলেন না। বারবার তাঁর পরিবারের সদস্যরা তাকে দ্বিতীয় বিয়ে করতে বাধা দিচ্ছিলেন। কিন্তু সেই বৃদ্ধ অদম্য জেদে অটুট ছিলেন নিজের দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে। 

কিছুদিন আগেই সকালবেলা তার ছেলে প্রতাপ বরিচা, স্ত্রী জয়াকে নিয়ে পাশের বাড়িতে বৃদ্ধ বাবাকে চা দিতে গিয়েছিলেন। চা দেওয়ার পর,জয়া যখন ফিরে আসছেন, ঠিক তখনই আচমকা গুলির আওয়াজ পান। ফিরে গিয়ে দেখেন তাঁর স্বামী রক্তাক্ত অবস্থায় গোঙাচ্ছেন আর তাঁর স্বামীর পাশে পিস্তল হাতে নিয়ে বসে রয়েছেন তাঁর শ্বশুরমশাই বৃদ্ধ রাম বরিচা। তিনি তখনই খবর দেন তার ছেলে জয়দীপ এবং পরিবারের আরও বাকি সদস্যদের। প্রতাপকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: হাসপাতালে উপচানো ভিড়, দম আটকাচ্ছে দিল্লির! আবার দেশের দরজায় কড়া নাড়ছে অতিমারী

পুলিশ সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধ প্রায়ই তার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে অমত হওয়ার জন্য, ছেলে এবং পরিবারের বাকি সদস্যদের গুলি করে মারার হুমকি দিতেন। দুর্ঘটনার দিন সকালে চা দিতে যাওয়ার সময় ওই একই কথা নিয়ে বাগ-বিতন্ডা হয় ছেলে এবং বাবার মধ্যে। আর তারপরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

পুলিশ বৃদ্ধ রাম বরিচাকে গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুসারে খুনের মামলা রুজু করা হয়েছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link