জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোদী রাজ্যে ফের এক নৃশংস ঘটনা। প্রায় দেড় বছর ধরে সাতজন বছর ২০-র এক কলেজ ছাত্রীর সঙ্গে যা ঘটিয়েছে তাতেই শিউড়ে উঠতে হয়। পুলিস সূত্রে খবর, কোনওভাবে নগ্ন ভিডিয়ো রেকর্ড করেছিল ওরা। তারপর ৭ জন মিলে বারবার দিনের পর দিন গণধর্ষন করেছে ওই তরুণীকে। ছাত্রীটি প্রতিবাদ করলে, অভিযুক্ত তাকে ভিডিয়ো প্রকাশ করার এবং ইনস্টাগ্রামে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ঘটনার সূত্রপাত, ২০২৩ সালে। ২০ বছর বয়সী ওই তরুণী পালনপুরের একটি কলেজে পড়তে শুরু করেন। এর কিছুদিনের মধ্যে অভিযুক্তদের একজন বিশাল চৌধুরী, ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। তারপরেই শুরু হয়েছিল দুর্বিসহ দিন। পিটিআই সূত্রে খবর, নভেম্বরে তারা একটি হোটেলে প্রাতঃরাশের জন্য যায়। সেখানে ইচ্ছাকৃতভাবে তরুণীর পোশাকে খাবার ফেলে দেওয়া হয় এবং পরিষ্কার করার জন্য সে বাথরুমে যায়।
এফআইআর অনুযায়ী, বাথরুমে কাপড় খোলার সময় বিশাল জোর করে ঢুকে পড়ে এবং নগ্ন ভিডিয়ো করে। তারপর থেকেই শুরু হয় ব্ল্যাকমেইল। ওই ভিডিয়ো ক্লিপ দেখিয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নির্যাতিতাকে তার এবং তার বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করে।
বনসকাঁথার এসপি অক্ষয়রাজ মাকওয়ানা আরও বলেন, “প্রথম অভিযুক্ত ব্যক্তি তার বন্ধুর কাছে ভিডিয়োটি পাঠিয়েছিল, যে পরে তা অন্যদের সঙ্গে শেয়ার করে।” পরে ভিডিয়েোটি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়। মহিলার পরিবারের একজন সদস্যও তা দেখতে পান। ইতিমধ্যেই পুলিস অভিযুক্তদের মধ্যে ছয়জনকে করে এবং তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় বারংবার ধর্ষণ ও হুমকির মামলা দায়ের করেছে।
আরও পড়ুন, Suicide Suspected: মুক্তি দাও! ভাড়া মেটাতে পারেননি, গঞ্জনার হাত থেকে বাঁচতে ২ মেয়েকে মেরে মা বিষ খেয়ে…
আরও পড়ুন, Snake in AC: বহুদিন পর এবার AC চলবে? আগে ঢাকনা খুলে দেখে নিন, কারণ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours