বিরল স্নায়ুরোগ গিয়ান বার সিনড্রোমের প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে হাত-পা দুর্বল হয়ে অসাড় হয়ে যাওয়া, ডায়রিয়া, পেটে ব্যথা। পরবর্তীতে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। খাবারে বিষক্রিয়া বা দূষিত জল থেকেই মূলত এই রোগ হয় বলে জানা গিয়েছিল। এবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী প্রকাশ আবিতকারের দাবি, দূষিত জলের কারণেই এই রোগের বাড়বাড়ন্ত। এমনকী পুণেতে গিয়ান বারের কারণও নোংরা জল।
Updated By: Jan 28, 2025, 02:49 PM IST