Jammu and Kashmir Bank: ১৬ হাজার কোটির জিএসটি ফাঁকি, নোটিশ পাঠানো হল এই ব্যাঙ্ককে। পণ্য ও পরিষেবা কর দফতরের পক্ষ থেকে ১৬ হাজার কোটি টাকার জিএসটির (GST Notice) নোটিশ পেয়েছে জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক। এর মধ্যে আসল জিএসটি বকেয়া রয়েছে ৮১৩০.৬৬ কোটি টাকা এবং সম পরিমাণ টাকা ধার্য করা হয়েছে (Jammu and Kashmir Bank) জরিমানা বাবদ। জম্মুর সেন্ট্রাল জিএসটি কমিশনারেটের জয়েন্ট কমিশনার এই নোটিশ পাঠিয়েছেন ব্যাঙ্ককে।
জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়েছে, এই ব্যাপারে যথোপযুক্ত আইনি পদক্ষেপ করবেন তারা। কারণ এই জিএসটি কখনও বকেয়া ছিল না তাদের তরফে আর এই ঘটনায় ব্যাঙ্কের দক্ষতা ও মান নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা এই ব্যাপারে জানিয়েছেন, কোনোরকম আইনি বৈধতা ছাড়াই এই নোটিশ পাঠানো হয়েছে। আর তাই উপযুক্ত আদালতের বিচারপতির তত্ত্বাবধানে এই ঘটনার বিচার করা হবে। ব্যাঙ্ক জানিয়েছে, ‘এই ডিমান্ড অর্ডারের দরুণ ব্যাঙ্কের ফিনান্সিয়াল, অপারেশনস, বা অন্য কর্মকাণ্ডে কোনও প্রভাব পড়বে না।
এই ব্যাঙ্কের মোট বাজার মূলধন বর্তমানে ১১,৩০০ কোটি টাকা। ফলে বাজার মূলধনের থেকেও বেশি অঙ্কের জিএসটি ফাঁকির খবরে আজকের বাজারে হুড়মুড়িয়ে পড়তে থাকে এই শেয়ারের দাম। ৪ ফেব্রুয়ারি ব্যাঙ্ককে পাঠানো হয়েছে এই নোটিশটি। আজ তাই বাজারে জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের শেয়ারের দাম ৩.৯৫ শতাংশ পড়ে গিয়েছে, ইন্ট্রাডেতে সর্বনিম্ন ৯৯.২৬ টাকায় পৌঁছেছে এই শেয়ার। আগের দিন এই শেয়ার বন্ধ হয়েছিল ১০৩.৩৫ টাকায়।
জম্মু কাশ্মীর ব্যাঙ্ক জানিয়েছে যে কর্পোরেট সদর সফতর এবং শাখাগুলির মধ্যে ট্রান্সফার প্রাইসিং মেকানিজমের কারণে প্রাপ্ত সুদকে এখানে ফিনান্সিয়াল পরিষেবা হিসেবে দেখা হয়েছে এবং এর উপরে কর আরোপ করা হয়েছে। ব্যাঙ্ক জানিয়েছে যে এই ট্রান্সফার প্রাইসিং মেকানিজমের কারণে ব্যাঙ্কের বিভিন্ন ব্যবসায়িক ইউনিটের মধ্যে অর্থ স্থানান্তরের জন্য একটি চার্জ দেওয়া হয়। এর উপরে জিএসটি আরোপ করা অনৈতিক।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Microplastic: আপনার মস্তিষ্কেই এক চামচের সমান মাইক্রোপ্লাস্টিক জমে আছে ! চাঞ্চল্যকর তথ্য জানালেন গবেষকরা
আরও দেখুন