রাজীব চক্রবর্তী: জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় জেএসটি কেন? এনিয়ে শুরু হয়েছিল আলোচনা। কেন্দ্রের কাছে একাধিক রাজনৈতিক দলের দাবি ছিল, ওই দুই বিমা থেকে জিএসটি কম করা হোক। দাবি ছিল প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য বিমায় জিএসটি মকুব ও জীবন বিমায় ৫ লক্ষ টাকা পর্য়ন্ত জিএটি মকুব করার প্রস্তাব ছিল। কিন্তু ফের প্রশাসনিক জটে আটকে গেল ওই দিদ্ধান্ত। অপ্রত্যাশিতভাবে এনিয়ে সিদ্ধান্তে পৌঁছনো গেল না। কাউন্সিলের বক্তব্য এনিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। এনিয়ে আলোচনা হবে জানুয়ারি মাসে।
আরও পড়ুন- তৃণমূলে নবীন-প্রবীণ সংঘাত! দেবাংশুর পোস্ট ঘিয়ে জোর জল্পনা, পাল্টা কুণালের
আম জনতার একটা আশা ছিল হয়তো জিএসটি কাউন্সিলের ৫৫তম বৈঠকে জীবন বিমা ও স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি কমবে। সেই আশায় একটা ধাক্কা নিসন্দেহে। জয়সলমিরে আজ জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে যা বেরিয়ে এল তা হল স্বাস্থ্য ও জীবন বিমার উপরে জিএসটি নিয়ে কোনও সিদ্ধান্ত হল না। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পৌরহিত্যে ওই বৈঠক বসেছিল।
আজকের বৈঠকে যেসব বিষয় নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল তা হল, প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য বিমা ও জীবন বিমা থেকে জিএসটি মকুব করা হোক। এমনটাই প্রস্তাব করেছিল মন্ত্রীগোষ্ঠী। আশা ছিল মন্ত্রীগোষ্ঠীর ওই প্রস্তাবে ছাড়পত্র দেবে জিএসটি কাউন্সিল। যাদের স্বাস্থ্য বিমা পাঁচ লক্ষ টাকা ছিল তাদের জিএসটি মকুব করার একটা আশা ছিল। পাঁচ লক্ষ টাকার উপরে যাদের জীবন বিমা ও স্বাস্থ্য বিমা তাদের জিএসটি রাখার কথা ছিল।
বর্তমানে প্রিমিয়ামের উপরে ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়। এনিয়ে যথেষ্টই চাপে ছিলেন সাধারণ মানুষ। কিন্তু আজকের বৈঠকের শেষে এনিয়ে কোনও সিদ্ধান্ত হল না। আগামী জানুয়ারিতে ফের জিএসটি কাউন্সিলের বৈঠক হবে। পাশাপাশি বসবে মন্ত্রী গোষ্ঠীর বিঠকও। এনিয়ে ফের পর্যালোচনা হবে। ফলে আপাতত পুরনো হারের প্রিমিয়াম দিতে হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)