NOW READING:
Bangladesh: ভারত থেকে মুখ ফিরিয়ে যাচ্ছেন চিনে! বাংলাদেশি রোগীর অভাব কলকাতায়…
March 10, 2025

Bangladesh: ভারত থেকে মুখ ফিরিয়ে যাচ্ছেন চিনে! বাংলাদেশি রোগীর অভাব কলকাতায়…

Bangladesh: ভারত থেকে মুখ ফিরিয়ে যাচ্ছেন চিনে! বাংলাদেশি রোগীর অভাব কলকাতায়…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভারতে বাংলাদেশিদের ভিসা দেওয়ায় কড়াকড়ি হয়েছে। তবে চিকিত্সার কারণে ভিসা দেওয়া কম করা হয়নি। এর মধ্য়েই চিকিত্সার গন্তব্য হিসেবে কলকাতা-সহ ভারতের বিভিন্ন শহর ছেড়ে এবার চিনকেই বেছে নিচ্ছেন বাংলাদেশিরা। সোমবার দুপুরে চিনের উদ্দেশে ঢাকা ছাড়ল বাংলাদেশি রোগীদের প্রথম দল। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার চিনা দূতাবাস।

আরও পড়ুন-শুভেন্দুকে বড় ধাক্কা তার জেলাতেই, বিধানসভা ভোটের আগে তৃণমূলে বিজেপি বিধায়ক তাপসী

চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের রোগীদের প্রথম ব্যাচকে চননে পাঠাতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের রোগীরা চিকিৎসার জন্য নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। সেই কারণে অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাড়া দিয়ে আমরা এ উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগের ফলে বাংলাদেশিরা চিনে খুব সহজেই উন্নত মানের চিকিৎসা নিতে পারবেন। সংবাদ সম্মেলনে জসীম উদ্দিন বলেন, চিনে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন, এটা খুবই ভালো উদ্যোগ।

জসীম উদ্দিন আরও বলেন, এবছর বাংলাদেশ ও চিনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। ফলে দুই দেশের জনগণের মধ্যে আমরা সম্পর্ক আরো বাড়াতে আগ্রহী। চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৩১ সদস্যের প্রতিনিধিদলটি ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলে ১৪ জন রোগী, ছয়জন রোগীর পরিবারের সদস্য, পাঁচজন চিকিৎসক, পাঁচজন ট্রাভেল এজেন্সির প্রতিনিধি ও একজন সাংবাদিক রয়েছেন।

বাংলাদেশের ওইসব রোগীর চিকিত্সা হবে চিনের ইউনান প্রদেশের তিনটি নামি হাসপাতালে। রোগীরা যেন সহজে ভিসা পান, সে উদ্যোগও নিয়েছে চিন সরকার। পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন তার সাম্প্রতিক চিন সফরকালে জনস্বাস্থ্যের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রস্তাব দিয়েছিলেন এবং চিনা সরকারকে অনুরোধ করেন যেন—বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা চিনে সহজতর করা হয় এবং সহায়তাপ্রাপ্ত হাসপাতাল প্রকল্পগুলো যথাযথ বিবেচনা করে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link