NOW READING:
Govinda: ‘জেমস ক্য়ামেরনের অবতার আমাকে ছাড়া হত না!’, ১৮ কোটি টাকা দিতে চেয়েছিলেন…
March 10, 2025

Govinda: ‘জেমস ক্য়ামেরনের অবতার আমাকে ছাড়া হত না!’, ১৮ কোটি টাকা দিতে চেয়েছিলেন…

Govinda: ‘জেমস ক্য়ামেরনের অবতার আমাকে ছাড়া হত না!’, ১৮ কোটি টাকা দিতে চেয়েছিলেন…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই বিচ্ছেদের খবরে শিরোনামে ছিলেন গোবিন্দা (Govinda)। সুনীতা দাবি করেন, অনেকদিন ধরেই আলাদা থাকেন তাঁরা। এবার বলিউড অভিনেতা গোবিন্দ দাবি করেন, তিনি এই ছবিতে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। একটি চ্যাট শোয়ে গোবিন্দ জানান, ক্যামেরন (James Cameron) তাঁকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। এমনকী ১৮ কোটি টাকাও দিতে চেয়েছিলেন গোবিন্দাকে। 

আরও পড়ুন, Parineeti Chopra: ‘এত গরিব ছিলাম জন্মদিনে কেক জুটত না, কাটতাম রসগোল্লা’, বড় নায়িকার ছোট কাহিনী…

জনপ্রিয় পরিচালক জেমস ক্যামেরন পরিচালিত ‘অবতার’ (Avatar) ফ্র্যাঞ্চাইজ়ি বিশ্বের বক্স অফিসে একসময় নজির সৃষ্টি করেছিল। কিন্তু চরিত্র পছন্দ না হওয়ার কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দেন গোবিন্দা। সম্প্রতি মুকেশ খান্নার ইউটিউব চ্যানেলে এ বিষয়ে কথা বলেছন গোবিন্দা। সেখানে তিনি জানান, ‘আমেরিকায় জেমস ক্যামেরনের সঙ্গে আমার হঠাত্‍ দেখা হয়ে গিয়েছিল। একজন সর্দারজি ক্যামেরনের সঙ্গে তাঁকে দেখা করিয়ে দিয়েছিলেন। সে সময়ই ক্যামেরন আমাকে তাঁর সঙ্গে ছবিতে কাজ করতে বলেন।’ 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

আরও পড়ুন, Women’s Day: শহরে ‘নারী শক্তি’ বন্দনা! ৩ দিনের শাস্ত্রীয় সঙ্গীত সমারোহে শিল্পীরা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link